TRENDING:

Kanishka Panda: পঞ্চায়েত ভোট মিটতেই গ্রেফতার শুভেন্দু ঘনিষ্ঠ কাঁথির বিজেপি নেতা কণিষ্ক পণ্ডা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব মেদিনীপুর: পঞ্চায়েত ভোট মিটতেই গ্রেফতার শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বিজেপি নেতা কণিষ্ক পণ্ডা। পুরোনো এক মামলায় বুধবার কাঁথিতে নিজের বাড়ি থেকেই কনিষ্ক পণ্ডাকে গ্রেফতার করে মারিশদা থানার পুলিশ। বর্তমানে তিনি মারিসদা থানায় রয়েছেন। এর আগেও বহু পুরোনো একাধিক মামলা রয়েছে একসময়ের তৃণমূল নেতা ও বর্তমানে বিজেপি নেতা কনিষ্কর নামে।
advertisement

প্রথমে কংগ্রেসের কর্মী ছিলেন কণিষ্ক পণ্ডা।  তারপরে আসেন তৃণমূলে। ২০১৮ সালে কাঁথি ৩ পঞ্চায়েত সমিতি থেকে তৃণমূলের টিকিটে প্রার্থী হয়ে জয়লাভ করেন। পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ নির্বাচিত হন। একুশের বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর অনুগামী হয়ে বিজেপিতে যোগ দেন। পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন। একুশের বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরেই তাঁর অনুগামী হয়ে কণিষ্ক পণ্ডাও দলবদল করেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিয়ার ২০০, হুইস্কি ৩০০! বিদেশি মদের টানে সুরাপ্রেমীদের ভিড় জমছে বাংলার 'এই' জেলায়!
আরও দেখুন

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত পূর্ব মেদিনীপুরের কাঁথির বাসিন্দা কণিষ্ক । ২০২১ সালে শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর তিনিও গেরুয়া শিবিরের নাম লেখান। সেসময় ‘দাদার অনুগামী’ স্লোগান তুলে অনুগামীদের সংগঠিত করার ক্ষেত্রে কণিষ্ক পণ্ডার বড় ভূমিকা ছিল।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kanishka Panda: পঞ্চায়েত ভোট মিটতেই গ্রেফতার শুভেন্দু ঘনিষ্ঠ কাঁথির বিজেপি নেতা কণিষ্ক পণ্ডা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল