মুর্শিদাবাদ জেলার সালার থানার গুলাহাটিয়া গ্রামের বাসিন্দা আকবর শেখের সঙ্গে সালার থানার মাধাইপুর গ্রামের বাসিন্দা মহিলার গত চার মাস আগে প্রেম করে বিবাহ সম্পন্ন হয়। কিন্তু বিয়ের চার মাস পর অতিরিক্ত পণের দাবিতে সোমবার সকাল আটটা নাগাদ সালার থানার অন্তর্গত গুলাহাটিয়া গ্রামে শ্বশুর বাড়িতে স্বামী-সহ শ্বশুর বাড়ির সদস্যরা আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করে। গুরুতর জখম অবস্থায় প্রথমে কান্দি মহকুমা হাসপাতালে ও পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসা জন্য । ওই মহিলার আত্মীয় বলেন, বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য প্রায়ই অত্যাচার করত। আগুনে পুড়িয়ে দেবে তা আমরা ভাবতে পারিনি। অভিযোগ দায়ের করেছি অভিযুক্তদের বিরুদ্ধে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 01, 2020 8:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুর বাড়ির বিরুদ্ধে