TRENDING:

Durga Puja 2025: মোহর-সহ দেড় কেজি সোনায় তৈরি কনকদুর্গার চালচিত্রে দেড় মণ রুপো! জঙ্গলমহলের এই পুজো ঘিরে থাকে কড়া নিরাপত্তা

Last Updated:

Durga Puja 2025: ‌পুজোর চারটে দিন মাকে সর্বসাধারণের মধ্যে নিয়ে আসা হয়। পুলিশি প্রহরায় দিয়ে মাকে ব্যাঙ্ক থেকে মণ্ডপে আনা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জয়পুর, পুরুলিয়া, শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায় :  এক অভিনব দুর্গা পুজো দেখতে পাওয়া যায় জঙ্গলমহলের পুরুলিয়া জেলায়। পুরুলিয়ার জয়পুরের কনকদুর্গা সারাটা বছরই থাকেন ব্যাঙ্কের লকারে। ‌পুজোর চারটে দিন মাকে সর্বসাধারণের মধ্যে নিয়ে আসা হয়। পুলিশি প্রহরায় দিয়ে মাকে ব্যাঙ্ক থেকে মণ্ডপে আনা হয়।
advertisement

এই চারদিন কড়া পুলিশি পাহারার মধ্যে থাকেন কনকদুর্গা। ‌পুজো শেষ হতেই ফের পুলিশি নিরাপত্তায় মাকে ব্যাঙ্কে রেখে আসা হয় লকারে। বছরের পর বছর এই ভাবেই জয়পুর রাজবাড়িতে দুর্গাপুজো পালিত হয়ে আসছে। এ বিষয়ে রাজপরিবারের বর্তমান উত্তরসূরি প্রশান্ত নারায়ণ সিংহদেও বলেন, বংশ পরম্পরায় তাঁদের এই পুজো চলে আসছে। ১০৮ টি আকবরি মোহর দিয়ে মা দুর্গার মূর্তি তৈরি।

advertisement

আরও পড়ুন : পুরুলিয়ার লোকশিল্পীর কলমে ও কণ্ঠে ভাদু গানে আজও অনুরণিত হয় ভদ্রাবতীর প্রেম ও বিরহ

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রায় দেড় কেজি ওজনের সোনার এই দুর্গামূর্তি ও দু-মণ রুপো দিয়ে তৈরি মায়ের চালচিত্র। এ বিষয়ে রাজবাড়ির বর্তমান প্রজন্মের সদস্যরা বলেন, এই পুজো তাঁদের বাড়ির ঐতিহ্য। আগামী দিনে তাঁরা তাঁদের পূর্বপুরুষদের মতোই এই পুজো নিষ্ঠা সহকারে পালন করে আসবেন। সারা বছর তাঁরা এই পুজোর অপেক্ষাতেই থাকেন। পুরুলিয়া জেলার ঐতিহ্যবাহী পুজোগুলির মধ্যে অন্যতম এই জয়পুর রাজবাড়ির দুর্গাপুজো।‌ বছরের পর বছর ধূমধামের সঙ্গে এই পুজো পালিত হয়ে আসছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: মোহর-সহ দেড় কেজি সোনায় তৈরি কনকদুর্গার চালচিত্রে দেড় মণ রুপো! জঙ্গলমহলের এই পুজো ঘিরে থাকে কড়া নিরাপত্তা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল