TRENDING:

North 24 Parganas News: বিটি রোডে ধারে জমা জলে বিপাকে কামারহাটির আসবাব ব্যবসা! দ্রুত সমস্যা সমাধানের দাবি

Last Updated:

North 24 Parganas News: বিটি রোডের ধারে দীর্ঘদিনের জমা জলের সমস্যায় কামারহাটি। অল্প বৃষ্টি হলেই পানিহাটি থেকে কামারহাটির বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বর্ষা শুরু হতেই সমস্যা উঠেছে চরমে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কামারহাটি: বিটি রোডের ধারে দীর্ঘদিনের জমা জলের সমস্যায় কামারহাটি। অল্প বৃষ্টি হলেই পানিহাটি থেকে কামারহাটির বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বর্ষা শুরু হতেই সমস্যা উঠেছে চরমে। সবচেয়ে ক্ষতির মুখে পড়েছেন কামারহাটির পুরোনো ও নতুন আসবাবপত্র বিক্রেতারা। তাদের দোকানে থাকা অধিকাংশ আসবাবপত্র জলের নিচে ডুবে গিয়েছে। ফলে একে তো পণ্যের ক্ষতি, অন্যদিকে টানা ১০ থেকে ১৫ দিন ধরে দোকানে কোনও ক্রেতা নেই।
advertisement

ব্যবসায়ীদের অভিযোগ, জমে থাকা জল রীতিমতো কালো ও দুর্গন্ধযুক্ত হয়ে উঠেছে। সেই জল পেরিয়ে ক্রেতারা দোকানে আসতেই চাইছেন না। ব্যবসার এই অচলবস্থা চিন্তার ভাঁজ ফেলেছে বহুজনের কপালে। ব্যবসায়ীদের একাংশ জানিয়েছেন, এই সমস্যার কথা বহুবার স্থানীয় জনপ্রতিনিধিদের জানানো হয়েছে, কিন্তু এখনো কোনও কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি।

স্থানীয় ব্যবসায়ীদের দাবি, জমা জলের কারণে নিত্য ভুক্তভোগী তারা, এমনকি জায়গা ছোট হওয়ায় বিক্রয় যোগ্য দ্রব্য জমা জলে ডুবে ক্ষতি হচ্ছে। যার কোন স্থায়ী সমাধান নেই ব্যবসায়ীদের কাছে। তাই শীঘ্রই জল নিষ্কাশনের স্থায়ী সমাধান না হলে তারা পথে বসতে বাধ্য হবেন।

advertisement

আরও পড়ুনঃ Vaibhav Suryavanshi: ইংল্যান্ডে প্রতিদিন কত টাকা আয় করছেন বৈভব সূর্যবংশী? ১৪ বছর বয়সেই ব্যাঙ্ক ব্যালান্স জানলে অবাক হবেন

View More

অন্যদিকে, এই কামারহাটি অঞ্চল মূলত শিল্পভিত্তিক এলাকা হওয়ার কারণে কলকারখানার একাধিক দাহ্য পদার্থ এই জমা জলের সঙ্গে মিশে আরও দূষিত করছে এলাকা। পাশাপাশি জমা জলের রং কালো আকার ধারণ করছে এমনটাই দাবি আসবাবপত্র বিক্রেতাদের।। তবে কামারহাটির গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক অঞ্চলে কার্যকর নিকাশি ব্যবস্থা গড়ে তোলার জন্য প্রশাসনের হস্তক্ষেপ একান্ত প্রয়োজন এমনটাই জানাচ্ছেন স্থানীয় বিক্রেতারা।

advertisement

শুভজিৎ দরকার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: বিটি রোডে ধারে জমা জলে বিপাকে কামারহাটির আসবাব ব্যবসা! দ্রুত সমস্যা সমাধানের দাবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল