অন্যদিকে, রিজেনারেটিভ অ্যান্ড মলিকিউলার মেডিসিন বিভাগ চালু করে সেখানে ঔষধি গুণ সম্পন্ন গাছগাছড়া নিয়ে পড়াশোনা এবং গবেষণার কাজ চালানো হবে। এর পাশাপাশি, এই বিশ্ববিদ্যালয়ে সাইবার ফিজিক্যাল সিস্টেম চালু করার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে একটি প্রকল্প পাঠানো হয়েছে। যার মাধ্যমে নদীয়া এবং মুর্শিদাবাদ জেলার সমস্ত ঐতিহাসিক স্থান ও নিদর্শন গুলিকে চিহ্নিত করে তা কম্পিউটারে রক্ষিত করা যাবে।
advertisement
বর্ষপূর্তিতে এদিন ৭৫ বছরের উর্ধ্বে ৫৯ জন শিক্ষক-সহ মোট ১৪৬ জন শিক্ষাকর্মী ও আধিকারিককে সংবর্ধনা দেওয়া হয়। আজ থেকেই এই বিশ্ববিদ্যালয়ে চালু করা হয় ওপেন ডে সিস্টেম, যেখানে বছরের এই দিনটিতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা কল্যাণী বিশ্ববিদ্যালয় পরিদর্শন করতে পারবে। সেই অনুযায়ী আজ ২৫ টি বিদ্যালয়ের প্রায় ৫০০ জন ছাত্র-ছাত্রীরা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও গবেষণাগার ঘুরে দেখে।