তারই মাঝে জেলা পুলিশের উদ্যোগে কালনা থানার সহযোগিতায় পুজোর গাইড ম্যাপ প্রকাশিত হল। কালনা থানায় এ সম্পর্কিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার কামনাশিস সেন, অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব দাস, এসডিপিও সপ্তর্ষি ভট্টাচার্য-সহ অন্যান্যরা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এ বার কালনা শহরে ৭৬টি পুজো হচ্ছে। তার মধ্যে বিগ বাজেটের পুজো ২৪টি। পুজোর দিন বিকেল ৪টে থেকে শহরের ভিতরের রাস্তায় গাড়ি চলাচলে নো-এন্ট্রি থাকছে। গভীর রাত পর্যন্ত ১১টা পয়েন্টে চেকপোস্ট থাকবে। কোনও রকম যানবাহন শহরে ঢুকতে পারবে না।
advertisement
আরও পড়ুন : তুঙ্গে থিমের লড়াই, সরস্বতীপুজো উপলক্ষে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস ও মহিলা হস্টেলগুলিতে সাজো সাজো রব
পাশাপাশি, ১৩৫টি সিসি ক্যামেরা ও ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি থাকছে। এছাড়াও ফেরিঘাটগুলিতে আলাদা নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে। পদস্থ পুলিশকর্তারা জানিয়েছেন,সাধারণ পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও থাকবে নজরদারি। এছাড়া এবারও ডিজে সাউন্ড সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তা অমান্য করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের পক্ষ থেকে পুজোর উদ্যোক্তাদের জানিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন : ভাইয়ের সঙ্গে মোবাইল ফোন দেখা নিয়ে ঝগড়া, চরম পরিণতি বেছে নিল কিশোরী
পুলিশ সুপার বলেন, কালনার সরস্বতী পুজোর একটা ঐতিহ্য রয়েছে। বহু দূরদূরান্ত থেকে পুজো দেখতে দর্শনার্থীরা আসেন। আমরা মনে করি অন্য বারের মতো এবার শান্তিপূর্ণভাবে পুজো উপভোগ করবেন সকলে। কোনও রকম অশান্তি হলে পুলিশ ব্যবস্থা নেবে।কোভিড পরিস্থিতির জন্য বিগত বছরে তেমন পুজোর জাঁকজমক না হওয়ায় এবার ভিড় অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। সেই মতো প্রস্তুতিও নেওয়া হচ্ছে।