TRENDING:

Kalna Saraswati Puja 2023 : মণ্ডপ ও ঠাকুর দেখার গাইড ম্যাপ প্রকাশিত, কালনায় সরস্বতী পুজো নির্বিঘ্নে কাটাতে তৎপর পুলিশ

Last Updated:

Kalna Saraswati Puja 2023 : এ বছর অনেক বেশি দর্শনার্থী সরস্বতী প্রতিমা মণ্ডপ দেখতে কালনায় আসবেন বলে মনে করছে প্রশাসন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালনা : কালনার ঐতিহ্যবাহী সরস্বতী পুজো নির্বিঘ্নে কাটাতে তৎপর প্রশাসন। পুজোয় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই শহরে বাড়তি পুলিশ মোতায়েন করা হচ্ছে। থাকছে সিসি ক্যামেরায় নজরদারি। এছাড়াও কয়েকটি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। বাড়তি নজরদারি থাকছে ফেরিঘাট গুলিতে। এ বছর অনেক বেশি দর্শনার্থী সরস্বতী প্রতিমা মণ্ডপ দেখতে কালনায় আসবেন বলে মনে করছে প্রশাসন। নিয়ম মেনে যাতে ফেরি চলাচল হয় সে ব্যাপারেও বাড়তি নজরদারির ব্যবস্থা করা হচ্ছে।
এ বছর অনেক বেশি দর্শনার্থী সরস্বতী প্রতিমা মণ্ডপ দেখতে কালনায় আসবেন বলে মনে করছে প্রশাসন (ফাইল ছবি)
এ বছর অনেক বেশি দর্শনার্থী সরস্বতী প্রতিমা মণ্ডপ দেখতে কালনায় আসবেন বলে মনে করছে প্রশাসন (ফাইল ছবি)
advertisement

তারই মাঝে জেলা পুলিশের উদ্যোগে কালনা থানার সহযোগিতায় পুজোর গাইড ম্যাপ প্রকাশিত হল। কালনা থানায় এ সম্পর্কিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার কামনাশিস সেন, অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব দাস, এসডিপিও সপ্তর্ষি ভট্টাচার্য-সহ অন্যান্যরা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এ বার কালনা শহরে ৭৬টি পুজো হচ্ছে। তার মধ্যে বিগ বাজেটের পুজো ২৪টি। পুজোর দিন বিকেল ৪টে থেকে শহরের ভিতরের রাস্তায় গাড়ি চলাচলে নো-এন্ট্রি থাকছে। গভীর রাত পর্যন্ত ১১টা পয়েন্টে চেকপোস্ট থাকবে। কোনও রকম যানবাহন শহরে ঢুকতে পারবে না।

advertisement

আরও পড়ুন :  তুঙ্গে থিমের লড়াই, সরস্বতীপুজো উপলক্ষে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস ও মহিলা হস্টেলগুলিতে সাজো সাজো রব

পাশাপাশি, ১৩৫টি সিসি ক্যামেরা ও ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি থাকছে। এছাড়াও ফেরিঘাটগুলিতে আলাদা নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে। পদস্থ পুলিশকর্তারা জানিয়েছেন,সাধারণ পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও থাকবে নজরদারি। এছাড়া এবারও ডিজে সাউন্ড সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তা অমান্য করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের পক্ষ থেকে পুজোর উদ্যোক্তাদের জানিয়ে দেওয়া হয়েছে।

advertisement

আরও পড়ুন :  ভাইয়ের সঙ্গে মোবাইল ফোন দেখা নিয়ে ঝগড়া, চরম পরিণতি বেছে নিল কিশোরী

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

পুলিশ সুপার বলেন, কালনার সরস্বতী পুজোর একটা ঐতিহ্য রয়েছে। বহু দূরদূরান্ত থেকে পুজো দেখতে দর্শনার্থীরা আসেন। আমরা মনে করি অন্য বারের মতো এবার শান্তিপূর্ণভাবে পুজো উপভোগ করবেন সকলে। কোনও রকম অশান্তি হলে পুলিশ ব্যবস্থা নেবে।কোভিড পরিস্থিতির জন্য বিগত বছরে তেমন পুজোর জাঁকজমক না হওয়ায় এবার ভিড় অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। সেই মতো প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kalna Saraswati Puja 2023 : মণ্ডপ ও ঠাকুর দেখার গাইড ম্যাপ প্রকাশিত, কালনায় সরস্বতী পুজো নির্বিঘ্নে কাটাতে তৎপর পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল