এই দুই ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক স্থানে এর আগেও সুদৃশ্য আলো বসানো ছিল। কিন্তু সেগুলো সব নষ্ট হয়ে গিয়েছে। এরপর আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়ার সঙ কালনা পুরসভার কয়েকটি বিষয় নিয়ে মতপার্থক্যের জন্য এই সংক্রান্ত কাজ বেশ কিছুদিন থমকে থাকে। তবে ২০১৩ সালে এই নিয়ে জট কাটে। তারপরেই এই বিষয়ে বিশেষ উদ্যোগ শুরু হয়।
advertisement
আরও পড়ুন: তৃণমূল কর্মীকে জেলা সম্পাদক করার অভিযোগ, কার্যালয়ে তালা ঝুলিয়ে বিজেপি’তে বিক্ষোভ
এদিন কালনার পুরপ্রধান আনন্দ দত্ত বলেন, ১ কোটি ৭০ লক্ষ টাকার প্রজেক্ট হবে। রামধনুর রঙে আলোকিত হয়ে উঠবে মন্দির চত্বর। ২৬ জানুয়ারি ও ১৫ আগস্টে তেরঙ্গা আলোয় আলোকিত হয়ে উঠবে মন্দিরগুলি।
আরও পড়ুন: এখানে বৃষ্টি পড়লেই হামলে ঢুকে পড়ে হাতি! আম ও ছালা দুই যাওয়ার জোগাড়
উল্লেখ্য, এর আগেই এখানে সার্কিট টুরিজমের উদ্যোগ নেওয়া হয়েছে। কালনার ঐতিহাসিক স্থানগুলিকে কেন্দ্র করে পর্যটকের সংখ্যা প্রতিবছরই বাড়ছে। সেখানে এই নতুন আলোকমালায় শহরের দুই ঐতিহ্যবাহী স্থান নতুন করে সাজিয়ে তোলার পরিকল্পনা আরও বেশি পর্যটককে আকর্ষণ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।