TRENDING:

Kali Puja 2025: অন্ধকার ঘরে কাঁটার আসনে পুজো, দুবরাজপুরের শতাব্দী প্রাচীন শ্মশানকালী আজও জাগ্রত!

Last Updated:

Kali Puja 2025: অন্ধকার ঘরে কাঁটার আসনে পুজো, দুবরাজপুরের শতাব্দী প্রাচীন শ্মশানকালী আজও জাগ্রত রহস্যে ভরা!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: দুবরাজপুর শহরের ১৬ নম্বর ওয়ার্ডের মামা-ভাগ্নে পাহাড় সংলগ্ন এলাকায় অবস্থিত শতাব্দী প্রাচীন শ্মশান কালী মন্দির আজও বয়ে চলেছে ইতিহাস, ঐতিহ্য ও গোপন রীতির এক অনন্য উত্তরাধিকার। একসময় জনবসতিহীন এই শ্মশান এলাকায় আজও দীপান্বিতা অমাবস্যার রাতে অন্ধকার ঘরে দরজা বন্ধ করে কাঁটার আসনে বসে পুজো হয় এবং সেই পুজো কেউ দেখতেও পায় না। স্থানীয়দের মতে, এই মন্দিরের পুজো চলে বহু বছর ধরে দাস ও বৈষ্ণব সম্প্রদায়ের যৌথ উদ্যোগে। প্রতিমা তৈরির কাজ করেন বৈষ্ণবরা, আর বিসর্জনের দায়িত্ব পালন করে দাস পরিবার।
advertisement

বিশেষ ভোগ হিসেবে মাকে দেওয়া হয় চ্যাং মাছ পোড়া যা এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য। দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে জানান, “এই মন্দিরটি মা শ্মশানকালী মন্দির নামে পরিচিত। শতাব্দী প্রাচীন এই মন্দিরটি সম্পর্কে শোনা যায়, বর্গী দস্যু ভাস্কর পণ্ডিত বাংলা আক্রমণের সময় এটি প্রতিষ্ঠা করেন। মা কালী ও শিবের ভক্ত ছিলেন তিনি। সেই সময় থেকেই এখানে পুজো চলে আসছে দাস ও বৈষ্ণব সম্প্রদায়ের হাতে। বর্তমানে পৌরসভার উদ্যোগে মন্দিরটি নতুন করে সংস্কারের কাজ চলছে। দক্ষিণেশ্বর আদলে চূড়া তৈরি ও চারপাশে সৌন্দর্যায়নের পরিকল্পনাও নেওয়া হয়েছে।” দাস পরিবারের সদস্য গুরুপদ দাস বলেন, “আমাদের পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে বিসর্জনের দায়িত্ব পালন করে আসছে।

advertisement

আরও পড়ুন: Mahalaxmi Rajyog: ১০০ বছর পরে মঙ্গল-চন্দ্রের মহালক্ষ্মী রাজযোগ, ব্যাপক বেতন বৃদ্ধি, ৩ রাশি সাফল্যের শীর্ষে, চাকরি-ব্যবসায় উল্কার গতিতে উন্নতি

বৈষ্ণব সম্প্রদায়ই মূর্তি গড়ে ও পুজো করে। কালীপুজোর বিসর্জনের দিন প্রায় ১৫ থেকে ২০ হাজার মানুষের সমাগম হয়। একে কেন্দ্র করে মেলারও আয়োজন হয়।” বৈষ্ণব সম্প্রদায়ের তন্ময় দাস জানান, “এই মা আনুমানিক চারশো বছরের পুরোনো। আমাদের বংশের হারাধন চক্রবর্তী মা কামাখ্যা থেকে এনে এখানে প্রতিষ্ঠা করেন। মা যেহেতু শ্মশানকালী, তাই মূর্তি তৈরিতে ব্যবহৃত হয় শ্মশানের মাটি, এমনকি অষ্টাঙ্গে আটটি হাড়ও শ্মশান থেকেই সংগ্রহ করা হয়।

advertisement

View More

আরও পড়ুন: New Year 2026 Horoscope: ঘটনার ঘনঘটায় পরিপূর্ণ ২০২৬! ৫ রাশি মহাকামাল নতুন বছরে, ৩ গ্রহের ধামাকা, রাজার চালে সারা বছর

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

তন্ত্রমতে মায়ের পুজো করা হয়।” দুবরাজপুরের এই শ্মশান কালীপুজো শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি গ্রামবাংলার সামাজিক ঐক্যের প্রতীক। পৌরসভা ও প্রশাসনের সহায়তায় প্রতিবছর এই পুজো এবং বিসর্জন ঘিরে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025: অন্ধকার ঘরে কাঁটার আসনে পুজো, দুবরাজপুরের শতাব্দী প্রাচীন শ্মশানকালী আজও জাগ্রত!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল