এই মন্দিরটি এখনও রয়েছে ছোটখাটো জঙ্গলের মধ্যে। দক্ষিণ বিষ্ণুপুর শ্মশানর পাশে জঙ্গল। রয়েছে নাম না জানা ফুলের গাছ, কাঁঠাল, বটের মত বিভিন্ন গাছ। ফলে গোটা এলাকাটিতে রয়েছে প্রাচীনত্বের ছোঁয়া। বর্তমানে সাধক শ্যামল চক্রবর্তী এই শ্মশানকালী মন্দিরের দায়িত্ব সামলান। আগে এখানে ছিল টোলের ঘর, ছিল গভীর জঙ্গল। বর্তমানে জঙ্গল কিছুটা কমেছে, ফলে এখন লোকসমাগম বেশি হচ্ছে।
advertisement
এ নিয়ে সাধক শ্যামল চক্রবর্তী জানিয়েছেন, ‘‘এখানে মা খুবই জাগ্রত। প্রায় ৩০০ বছর হতে চলছে এই পুজো। আগে বাৎসরিক পুজো হলেও এখন নিত্যপুজো হয়। তবে কালীপুজোর রাতে ধুমধাম করে পুজোর আয়োজন করা হয়।’’ এই পুজো চাক্ষুষ করতে আপনিও একবার ঘুরে আসুন এই মন্দির থেকে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 28, 2024 4:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2024: ঘন বনে শ্যামামায়ের আরাধনা, কালীপুজোতে ঘুরে আসুন দক্ষিণ বিষ্ণুপুরের শ্মশানকালী মন্দিরে