আসানসোলের গোপালনগর ক্রিকেট ক্লাব। তাদের উদ্যোগেই প্রত্যেক বছর কালীপুজো করা হয়। এই ক্লাবের উদ্যোগে বিগত কয়েক বছরে বিশাল আকারের কালীমূর্তি তৈরি করা হচ্ছে। গত বছরে ২৭ ফুটের কালী মূর্তি তৈরি হয়েছিল এই ক্লাবে। চলতি বছরে সেই উচ্চতা আরও পাঁচ ফুট বৃদ্ধি করা হয়েছিল। তৈরি করা হচ্ছিল ৩২ ফুটের কালী প্রতিমা। প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। কিন্তু তার আগে বুধবার বেলার দিকে হঠাৎ ভেঙে পড়ে মূর্তিটি।
advertisement
হঠাৎ এমন দুর্ঘটনার কারণে বুধবারের নির্ধারিত উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। যদিও উদ্যোক্তারা জানিয়েছেন, পুজো উপলক্ষে যে মেলার আয়োজন করা হয়েছিল, সেই মেলা হবে। যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, সেই অনুষ্ঠানগুলিও পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সম্পন্ন হবে। বিশাল আকারের প্রতিমা না থাকলেও, বড় প্রতিমা এনে পুজো করা হবে বলে জানিয়েছেন তারা। কিন্তু কেন এমন ভাবে প্রতিমা ভেঙে পড়ল, তা বুঝে উঠতে পারছেন না কেউই।
অন্যদিকে এই ঘটনার পর প্রতিমা শিল্পী রীতিমতো মুষড়ে পড়েছেন। অঝোরে কান্না করছেন তিনি। বলছেন লক্ষ্মী পুজোর পর থেকেই প্রতিমা তৈরির কাজ শুরু করেছিলেন। কাজ প্রায় শেষ হয়ে এসেছিল। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, যেহেতু কালীপুজোর কয়েকদিন আগে আবহাওয়া খারাপ ছিল, তাই মাটির প্রতিমা ভালভাবে শুকোয়নি। আর যে কারণেই পুজোর আগের দিন এমন ভাবে প্রতিমা ভেঙে পড়েছে বলে আশঙ্কা করছেন তিনি।
নয়ন ঘোষ