কার্ডবোর্ডের উপর একপ্রকার মাটি ও আঠার সাহায্যে ক্ষুদ্র কালী মূর্তি। বিশাল মূর্তি যেমন মানুষের মন জয় করে তেমন ব্যতিক্রম সৃষ্টি এই ক্ষুদ্র মূর্তি। এই কালী মূর্তি চওড়ায় দেড় সেন্টিমিটারের কম। লম্বায় প্রায় দুই সেন্টিমিটার। এই মূর্তির উপর ব্যবহার করা হয়েছে অ্যাক্রেলিক রঙ। এর আগেও দুর্গা মূর্তি এবং ক্ষুদ্র ছবি অঙ্কন করে জেলার মানুষকে তাক লাগিয়েছে শিল্পী।
advertisement
সর্বদা নতুন কোনও কিছুর দিকে নজর বা আকর্ষণ থাকে মানুষের। সেই দিক থেকে একজন শিল্পীর লক্ষ্য তাঁর সৃজনশীল কাজ বা সৃষ্টির মধ্য দিয়ে মানুষের মন জয় করা। সে লক্ষ্য রেখেই শিল্পীর এই সৃষ্টি।শিল্পী প্রণব নন্দী জানান, মাটির এই ক্ষুদ্র কালী মূর্তিটি তৈরিতে সময় লেগেছে চার থেকে পাঁচ দিন। এর আগেও একটি দুর্গা মূর্তি তৈরি কত সময় লেগেছিল ৫ থেকে ৬ দিন।
আরও পড়ুনঃ Hardik Pandya Injury Update: লিগামেন্টে চোট হার্দিকের, কবে ফিরতে পারবেন মাঠে, এল বড় আপডেট
এই ক্ষুদ্র শিল্প কর্মের মধ্যে দিয়ে মানুষের কাছে প্রশংসিত হওয়া বা তাদের মন জয় করাই শিল্পীর লক্ষ্য। সর্বদা নতুন কিছু সৃষ্টির প্রতি মানুষের আগ্রহ বা আকর্ষণ থাকে। সেই দিক থেকে সৃষ্টিশীল মানুষের নেশা নতুন কিছু সৃষ্টি বা আবিষ্কারে। আর সেই দিক থেকে সফলতা বলতে সৃষ্টি শেষে মানুষের প্রশংসাই কাম্য একজন শিল্পীর।
রাকেশ মাইতি