এমন ফল কি আশা করেছিলেন? কৈলাস বিজয়বর্গীয় বলে গেলেন, ''আশ্চর্যজনক ফল। আমরা এমন ফল একেবারেই আশা করিনি। বাবুল, অগ্নিমিত্রা, লকেটের পিছিয়ে যাওয়া আমরা কখনোই আশা করিনি। আমরা বাংলায় যোগ্য ব্যক্তিদের দাঁড় করিয়ে ছিলাম। তা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে পুরোটাই মানুষের রায়ের ওপর নির্ভর করছে। হতে পারে রাজ্যের মানুষের সেন্টিমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়েছে। ওঁর পায়ে প্লাস্টার ছিল। হুইলচেয়ারে ঘুরে ছিল গত কয়েকদিন। সেই আবেগ হয়তো খেটে গিয়েছে। আমরা বিভিন্ন জেলার ফলাফলে অত্যন্ত অবাক হয়েছি। আমাদের মধ্যে কেউই এমন ফল আশা করেনি। তবে এখনও দিনের অনেকটা বাকি। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর শেষ দেখে বলা যাবে। তবে এই ফলাফলের পর্যালোচনা আমরা করব। কেন এমনটা হল তা বিচার বিশ্লেষণ করা হবে।''
advertisement
কৈলাস বিজয়বর্গীয় এদিন জানালেন, তাঁর সঙ্গে অমিত শাহর কথা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বাংলার নির্বাচনের ফলের খোঁজ নিয়েছেন তাঁর থেকে। তবে বিজেপির এতটা পিছিয়ে থাকা ও রাজ্যের ফলাফল নিয়ে বিশেষ কোনো কথা হয়নি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। এমনটাই জানালেন কৈলাস বিজয়বর্গীয়। সন্ধ্যের পর চূড়ান্ত ফলাফল দেখে এমন ফলের কারণ নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি।