শান্তিনিকেতনের রতনপল্লি এলাকায় দোতলা ঝাঁ চকচকে এই বাড়ি। সূত্রের খবর, মন্ত্রী মাত্র দেড় কোটি টাকায় বাড়িটি কিনেছিলেন। তারপরে সেটিকে নতুন করে সাজিয়ে তোলেন কোটি কোটি টাকার বিনিময়ে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, বাড়িটি রঙ করতে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী ৮৫ লক্ষ টাকা খরচ করেছিলেন।
আরও পড়ুনঃ ‘ভারতীয় জনতা পার্টি আমাকে শিকার করল’, গ্রেফতারির মুখে বিস্ফোরক জ্যোতিপ্রিয়
advertisement
সূত্রের খবর, রতন কুটি গেস্ট হাউস, বিশ্বভারতীর ঠিক পিছনেই প্রায় ১০-১২ কাঠা জমির ওপর বিলাসবহুল বাড়িটি শান্তিনিকেতনের রতনপল্লিতে। সেই বাড়ির পাশে আরও একটি বাড়ি রয়েছে। সূত্রের খবর এই দুটি বাড়িই মন্ত্রীর সম্পত্তি। বর্তমানে তাঁর মেয়ের নামে এই সম্পত্তি রয়েছে। তবে বাড়িতে মন্ত্রী খুব বেশী আসতেন না বলেই সূত্রের খবর। তবে ‘দোতারা’য় মাঝেমধ্যেই যেতেন জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে।
এ দিকে, মন্ত্রী বাড়িটিতে না এলেও নিরাপত্তার কোনও কমতি ছিল না। আঁটোসাঁটো ছিল নিরাপত্তা ব্যবস্থা। বাড়ির সামনে যেতেই নজরে এসেছে সিসি ক্যামেরায় মোড়া ছবি। রয়েছে বাড়ির কেয়ারটেকারও।