এছাড়াও কেন্দ্রের একাধিক বিষয়ে মুখ খুলতে দেখা যায় জ্যোতিপ্রিয় মল্লিককে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক প্রশ্নের উত্তরে জ্যোতিপ্রিয় মল্লিক মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদির বৈঠক প্রসঙ্গে বিরোধীদের কটাক্ষ নিয়ে বলেন, ''বলার মতো ওই তো দুজন, সুজন (চক্রবর্তী) এবং মহম্মদ সেলিম, ওই দুজনের স্ট্যান্ডার্ড দেখে নিন।''
আরও পড়ুন: কেন এমন মারাত্মক ঘটনা ঘটালেন? পুলিশের গাড়িতেই জানিয়ে দিলেন জাদুঘরের সেই জওয়ান
advertisement
মমতা মোদি বৈঠক প্রসঙ্গে সুকান্ত মজুমদারের পাল্টা জ্যোতিপ্রিয় বলেন, ''ভালো করে রাজনৈতিক কালচার শিখে আসুন। যা বলেন আমার লজ্জা লাগে। বিজেপির একটা কালচারাল ক্লাস করুন।'' সিএএ নিয়ে অসীম সরকারের মন্তব্য নিয়ে পাল্টা জ্যেতিপ্রিয় বলেন, ''বুদ্ধি নেই। আমরা জনগণের ভোটাধিকার প্রয়োগে জয়লাভ করেছি। আবার কীসের প্রয়োজন সিএএ!''
আরও পড়ুন: মুখপাত্র কুণাল ঘোষকে সেন্সর, পার্থ চট্টোপাধ্যায় ইস্যুতে বড় পদক্ষেপ তৃণমূলের!
চন্দ্রিমা ভট্টাচার্য এবং জ্যোতিপ্রিয় মল্লিককে দিদির কাছে যেতেই হবে বলে মন্তব্য করেছিলেন অসীম সরকার। সেই প্রশ্নের উত্তরে এদিন জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ''ডাকে ডাকুক। আমাকে নিয়ে গেলে সঙ্গে আমি বিজেপি নেতাদেরও নিয়ে যাব। আমার কোনও ভয় নেই। তৃণমূল কংগ্রেসকে ধমকে চমকে কোনও লাভ হবে না।''
----জিয়াউল আলম