TRENDING:

রক্ষকই ভক্ষক? পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

Last Updated:

তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হয়েছে বলে পাল্টা দাবি কনস্টেবলের৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাজু সিং #ঝাড়গ্রাম: ধর্ষণের অভিযোগে পুলিশ গ্রেফতার করল এল জুনিয়র কন্সটবলকে।এই ঘটনা জামবনি থানার বেড়াগাড়ি গ্রামে। পুলিশ জানিয়েছে অভিযুক্ত কনস্টেবলের নাম শেখ মেহেদুল হোসেন। তার বাড়ি জামবনি থানার বেড়াগাড়ি গ্রামে। তিন সেপ্টেম্বর ওই গ্রামের এক মহিলা শেক মেহেদুল হোসেনের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ দায়ের করেন জামবনি থানায়। পুলিশ অভিযোগ পাওয়ার পরেই রাতেই তাকে গ্রেফতার করে।
advertisement

এদিন, রবিবার অভিযুক্তকে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক দু’দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এদিন ওই মহিলার মেডিক্যাল টেস্ট করা হয় এবং গোপন জবানবন্দি নেওয়া হয় আদালতে।

আরও পড়ুন রাতের অন্ধকারে বাড়ি ঢুকে গৃহবধূকে ধর্ষনের চেষ্টা, বাধা দিলেই ছুরির আঘাত

পুলিশ সূত্রে জানা গিয়েছে নির্যাতিতা মহিলার অভিযোগ করেছেন যে ৩১ অগাস্ট দুপুর সাড়ে বারোটা-একটা নাগাদ শেখ মেহেদুল হোসেন তার ঘরে ঢুকে ধর্ষণ করে। দরজা না থাকায় পার্দা সরিয়ে ঘরে ঢুকে তার উপর হামাল চালায়৷ তাকে ধর্ষণ করে।এই জুনিয়র কনস্টেবল শেখ মেহেদুল, ঝাড়গ্রাম পুলিশ লাইনে কর্মরত।

advertisement

তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হয়েছে বলে পাল্টা দাবি শেখ মেহেদুলের৷ তার আইনজীবি অর্চিশমান সিনহা বলেন " আমার মক্কেলকে ব্যক্তিগত বিদ্বেষ চরিতার্থ করার জন্য ফাঁসানো হয়েছে। "

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাজু সিং

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রক্ষকই ভক্ষক? পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল