আরও পড়ুনঃ চলতি সপ্তাহ জুড়ে বৃষ্টিতে ভাসবে রাঢ় বাংলা! বাইরে বেরনোর আগে সাবধান
জয়েন্ট পরীক্ষায় শ্রেয়া অল ইন্ডিয়া র্যাঙ্ক করে ৪৪৫৯৭৩। কিন্তু যে অ্যালটমেন্ট কার্ড নিয়ে এসেছে তাতে রয়েছে ৪৪৫৭৩। মাঝের ৯ সংখ্যাটি তুলে দেওয়া হয়েছে। মেডিকেল কলেজের আরও দাবি, এমনকী অ্যালোটমেন্ট কার্ডে তারিখ দেওয়া থাকেনা। যে অ্যালটমেন্ট কার্ড নিয়ে এসেছে তাতে নোডাল অফিসারের ডিটেলস দেওয়া রয়েছে। বাস্তবে নোডাল অফিসারের কোন তথ্য দেওয়া থাকে না। পাশাপাশি মেডিকেল কলেজের নামও ভুল লেখা রয়েছে।
advertisement
বিষয়টি তখনই ছাত্রী ও তাঁর বাবাকে জিজ্ঞাসা করলে অস্বীকার করেন তাঁরা।সঙ্গে সঙ্গে কল্যাণী কলেজ অফ মেডিসিন এন্ড জেএনএম হাসপাতাল কর্তৃপক্ষ রাজ্য স্বাস্থ্য দফতরের সঙ্গে যোগাযোগ করে। সেখান থেকেও পরীক্ষা করে জানা যায় পুরো বিষয়টি ভুল। ইতিমধ্যেই কল্যাণী মেডিকেল কলেজের পক্ষ থেকে কল্যাণী থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। কল্যানী থানার পুলিশ গতকাল রাতে ছাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে রাতে গ্রেফতার করে। ধৃত ছাত্রীকে আজ কল্যাণী আদালতে পেশ। যদিও এই বিষয়ে মুখ খোলেনি ছাত্রী ও তাঁর বাবা।ধৃত ছাত্রীর বিরুদ্ধে আইপিসি ৪১৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধারায় মামলা রুজু করেছে।