টাইলস্ নিয়ে গান গেয়ে বিখ্যাত হওয়া রাজু কলাকার ও প্রখ্যাত বলিউড গায়ক সোনু নিগমের যুগলবন্দি নিয়ে নেট দুনিয়া আলোচনায় ব্যস্ত কিন্তু এসব ব্যস্ততার কথা জানেই না জিৎ। সে নিছকই নিজের প্রতিভাকে মেলে ধরতে টাইলস্ বাজিয়ে গেয়ে চলেছে বলিউডের বিখ্যাত গান ‘দিল পে চালায়ে ছুরিয়া’।
মেমারীর দেবীপুরের বাসিন্দা জিৎ মাহাত। দিনমজুর পরিবারের সন্তান জিৎ আলিপুর ইউনাইটেড নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। পড়াশোনার বাইরেও ছাত্রছাত্রীদের মধ্যে সুপ্ত প্রতিভাকে তুলে ধরতে প্রতি শনিবার ‘আনন্দ পরিসর’ নামে একটি পিরিয়ডের সূচনা করেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।সেখানেই নিজের প্রতিভাকে মেলে ধরার সুযোগ পায় জিৎ। মন ছুঁয়ে যায় শিক্ষক-শিক্ষিকাদের। তাঁরাই মোবাইলবন্দি করেন সেই গান। আগামীদিনে জিৎ তাঁর প্রতিভার জোরে যাতে নিজেকে মেলে ধরতে পারে তারজন্য সর্বত চেষ্টা করছেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।
advertisement