পশ্চিম মেদিনীপুরের শালবনি সুপার স্পেশালিটি হাসপাতালটিকে অধিগ্রহণ করতে চলেছে জিন্দাল গোষ্ঠী। চিকিৎসা পরিষেবার আধুনিকীকরণ আরও পূর্ণতা পেতে চলেছে। শালবনি ব্লক স্বাস্থ্য কেন্দ্র থেকে সুপার স্পেশালিটি হাসপাতাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে স্বাস্থ্য পরিষেবার আমূল পরিবর্তন ঘটেছে। ২০১৫ সালে চালু হয় শালবনি সুপার স্পেশালিটি হাসপাতাল। জঙ্গলমহলের চিকিৎসা ক্ষেত্রে উন্নয়ন ঘটাতে কয়েকটি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে ইতিমধ্যেই। শালবনি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি ছিল সেই তালিকাতেই আরও এক সংযোজন। সুপার স্পেশালিটি হাসপাতাল মানেই উন্নত ও আধুনিক চিকিৎসা পরিষেবা। আধুনিক যন্ত্রপাতিতে বিনামূল্যে বিভিন্ন শারীরিক পরীক্ষা করানোর সুযোগ পান রোগীরা। সেই পরিষেবার আরও আধুনিকীকরণ করতে একধাপ এগিয়ে ভেবেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫ জানুয়ারি হাসপাতালটিকে জিন্দালদের হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
advertisement
শালবনি সুপার স্পেশালিটি হাসপাতাল
---------------------
- হাসপাতালে ১৪০টি বেড
- ৩০০ বেডের জায়গা আছে হাসপাতালে
- হাসপাতালে শিশু, পুরুষ ও মহিলা ওয়ার্ড আছে
- হাসপাতালে সার্জিক্যাল ওয়ার্ডও আছে
- হাসপাতালের নিরাপত্তায় উন্নত পরিকাঠামো
প্রায় পাঁচ হাজার একর জমি নিয়ে শালবনিতে ইস্পাত প্ল্যান্ট করার কথা জানিয়েছিল জিন্দাল গোষ্ঠী। প্রতিবন্ধকতায় সেই উদ্যোগ থমকে যায়। সেই প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ফের হাঁটতে শুরু করেছে সিমেন্ট প্রকল্পের মাধ্যমে। এছাড়াও অন্য কারখানা তৈরির প্রতিশ্রুতি দিয়েছে জিন্দাল গোষ্ঠী। সব মিলিয়ে শালবনিতে উন্নয়নের জোয়ার বইছে।