TRENDING:

J‍hargram Tourism: ঢেউ খেলানো পথের দু’পাশে আগুনে পলাশ! বসন্ত ঋতু উপভোগ করতে আসুন অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে

Last Updated:

J‍hargram Tourism: বসন্ত উৎসব মানেই লাল পলাশ। লাল পলাশের কথা বললেই প্রথমেই মনে পড়ে বাংলার বুকে পুরুলিয়ার কথা। কিন্তু জঙ্গলমহলেও লুকিয়ে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বুদ্ধদেব বেরা, ঝাড়গ্রাম : বসন্ত উৎসব মানেই লাল পলাশ। লাল পলাশের কথা বললেই প্রথমেই মনে পড়ে বাংলার পুরুলিয়ার কথা। কিন্তু জঙ্গলমহলের কোণেও লুকিয়ে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য। অরণ্যসুন্দরী ঝাড়গ্রাম জেলাও পুরুলিয়া থেকে কোনও অংশে কম নয় বসন্তের লাল পলাশের রূপে। রাস্তার দু’পাশে সারি সারি দাঁড়িয়ে থাকা লাল পলাশের গাছ দু’হাত বাড়িয়ে আকর্ষণ করছে পর্যটকদের।
advertisement

পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রের গুরুত্বপূর্ণ একটি পর্যটন কেন্দ্র হল অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম। কেবলমাত্র শীতের মরশুম নয়, সারা বছরই পর্যটকের ঢল নামে অরণ্য সুন্দরীতে। বসন্ত উৎসবের সময়ও প্রচুর পরিমাণে পর্যটক বেড়াতে আসেন এই অরণ্যসুন্দরীতে। বেলপাহাড়ির ঢেউ খেলানো পাহাড় ও সবুজ শাল জঙ্গল দেখার পাশাপাশি এবার পর্যটকরা দেখতে পাবেন লাল পলাশও। গাছে ফুটে রয়েছে থোকা থোকা  লাল পলাশ। পলাশের লাল রঙে রঙিন হয়ে যাবে পর্যটকদের মনও।

advertisement

কলকাতা থেকে খুব একটা দূরে নয় ,কাছেই রয়েছে এই ডেস্টিনেশনটি। কলকাতা থেকে মাত্র ১৭০ কিলোমিটার দূরে ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম থেকে প্রায় ৪০ কিলোমিটার পথ এগোলেই পৌঁছে যাওয়া যাবে বেলপাহাড়িতে। বেলপাহাড়ি থেকে বাঁশপাহাড়ির রাস্তা ধরে এগোতে থাকলেই পড়বে চড়াই উতরাই ঢেউ খেলানো পাহাড়ি রাস্তায় পড়বে শিয়ালবৃধা । শিয়ালবৃধা থেকে নামার পথেই ডানহাতে রয়েছে লাল জল আদিম মানুষের গুহা। লাল জলের রাস্তা ধরেই কিছুটা এগোলেই চোখে পড়বে দাঁড়িয়ে রয়েছে সারি সারি লাল পলাশের গাছ। চোখ একবার গেলে হয়তো আর ইচ্ছা করবে না বাড়ি ফিরতে। মনে হবে যেন সারা সময়টাই এখানে কাটিয়ে যেতে।

advertisement

আরও পড়ুন : নবগ্রাম থেকে নাসা! মহাকাশবিজ্ঞানী হয়ে বিশ্বজয় হুগলির কোন্নগরের সরকারি স্কুলের প্রাক্তনীর

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

বেলপাহাড়িতে ঘাগড়া জলপ্রপাত, খান্ডারনী লেক, গাড়রাশিনি পাহাড়, কেতকী ঝর্না, ঢাঙ্গিকুসুমের হদিহদি জলপ্রপাত, কাঁকড়াঝোড়ের মনোরম পরিবেশ, কাঁকড়াঝোড় ও চাকাডোবার সবুজ শাল জঙ্গলের বুক চিরে চলে যাওয়া ট্রেকিং রোড, জঙ্গল পথে যাওয়ার সময় ময়ূর দেখার পাশাপাশি এবার পর্যটকদের কাছে বাড়তি পাওনা থাকছে লাল পলাশের বাগান। তাই এবার বসন্ত উৎসবের দিনগুলি আরও স্পেশাল করে তুলতে হলে এবারের ডেস্টিনেশন হয়ে উঠুক অরণ্যসুন্দরী।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
J‍hargram Tourism: ঢেউ খেলানো পথের দু’পাশে আগুনে পলাশ! বসন্ত ঋতু উপভোগ করতে আসুন অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল