আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবারের পর থেকে ধীরে ধীরে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার পাশাপাশি তাপমাত্রার পারদ নামবে ঝাড়গ্রাম জেলায়। মূলত ঘূর্ণিঝড় দিতওয়াহের প্রভাত সরাসরি ভারত অথবা বাংলায় না পড়লেও গত কয়েক ঘণ্টায় রাজ্যের বেশ কিছু জেলায় ছিটেফোঁটা বৃষ্টির দেখা মিলেছে। আর এই মেঘের ঘনঘটা কেটে যাওয়ার পরই মঙ্গলবার থেকে তাপমাত্রার পারদ দুই থেকে চার ডিগ্রি নামবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
advertisement
আরও পড়ুন: ৪ বছর ধরে নিঃসঙ্গ! বাড়িতে পড়ে ৬৮ বছর বৃদ্ধের পচা-গলা দেহ, দুর্গন্ধে টেকা দায় হুগলিতে
আবহাওয়া দফতরের পূর্বাভাস থেকে জানা গিয়েছে, মঙ্গলবার ঝাড়গ্রামের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রির আশেপাশে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রির এদিক ওদিক। ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যদিও তা একেবারেই ন্যূনতম বলে জানা যাচ্ছে। অন্যদিকে বিভিন্ন বেসরকারি আবহাওয়া সংস্থা সূত্রে জানা গিয়েছে, সপ্তাহান্তে শনিবার ঝাড়গ্রামের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছতে পারে ১০ ডিগ্রির কাছাকাছি। অর্থাৎ সপ্তাহেন্তে জাঁকিয়ে শীতের দেখা মিলতে পারে ঝাড়গ্রামে। যদিও তা দীর্ঘস্থায়ী হবে না বলেও আশঙ্কা করা হচ্ছে। কেননা রবিবার থেকেই ফের ঝাড়গ্রামের সর্বনিম্ন তাপমাত্রা তিন ডিগ্রি বাড়তে পারে বলেই জানানো হয়েছে।
