TRENDING:

Jhargram Tourism: বদলে যাবে ঝাড়গ্রাম ঘুরতে যাওয়ার মজা! এবার কোটি কোটি টাকা খরচ করে এইসব বানাচ্ছে প্রশাসন

Last Updated:

ঝাড়গ্রামের বিভিন্ন পর্যটনকেন্দ্রগুলিকে আরও আকর্ষণীয় করে তুলতে বিশাল উদ্যোগ নিচ্ছে প্রশাসন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম: সারা বছরই পর্যটকেদের ঢল নামে জঙ্গলমহলের বেলপাহাড়িতে। কিন্তু বেলপাহাড়িতে বেড়াতে গিয়ে মাঝে মধ্যেই নানা সমস্যার সম্মুখীন হতে হয় পর্যটকদের। সেই কারণেই এবার পর্যটনস্থলগুলিতে পর্যাপ্ত পরিমাণে শৌচালয়, পানীয় জল, ক্যাফে, হাট তৈরির উদ্যোগ নেওয়া হল। জঙ্গল আর পাহাড় ঘেরা বেলপাহাড়ি এবার আরও আকর্ষণীয় হতে চলেছে জেলা প্রশাসনের উদ্যোগে। পর্যটকদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে ঝাড়গ্রাম জেলা প্রশাসন। বেলপাহাড়ির দুটি জনপ্রিয় পর্যটনস্থল — খাঁদারানি ও ঢ্যাঙ্গিকুসুমে চালু হতে চলেছে ক্যাফে। এখানে ঘুরতে এসে পর্যটকরা উপভোগ করতে পারবেন চা, কফি, চিপস, পকোড়া, চপ-সহ বিভিন্ন মুখরোচক স্ন্যাক্স। এখানে সফল হলে বিভিন্ন পর্যটন ক্ষেত্রগুলিতে তা বাস্তবায়িত করা হবে বলে জানা গিয়েছে।
advertisement

জেলা প্রশাসন সূত্রে খবর, বন দফতরকে সঙ্গে নিয়ে জেলার বিভিন্ন পর্যটনস্থলে পরিকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে রাস্তা নির্মাণ, পর্যাপ্ত শৌচাগার, পানীয় জল সরবরাহের মত গুরুত্বপূর্ণ বিষয়। ইতিমধ্যে বিভিন্ন পর্যটনস্থলে শৌচাগার কোথায় রয়েছে, সেগুলির অবস্থা কেমন, আদৌ খোলা থাকে কি না, পরিষ্কার পরিচ্ছন্ন কি না — তা নিয়ে শুরু হয়েছে সমীক্ষা। সেই সঙ্গে চিহ্নিত করা হচ্ছে কোথায় কোথায় নতুন শৌচাগারের প্রয়োজন রয়েছে। জানা গিয়েছে, বেলপাহাড়ি সহ বিভিন্ন ব্লকের পর্যটন এলাকায় আরও আট থেকে দশটি শৌচাগার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

advertisement

আরও পড়ুন: পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠছে রঙিন ঝাড়গ্রাম ! বদলে যাচ্ছে চেহারা

পর্যটনের সঙ্গে যুক্ত শিল্পীদের ক্ষেত্রেও নেওয়া হচ্ছে বিশেষ উদ্যোগ। বেলপাহাড়ির শিমূলপাল সহ বিভিন্ন গ্রামের পাথর শিল্পীদের জন্য একটি স্থায়ী বাজার গড়ার পরিকল্পনা রয়েছে। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে জেলা প্রশাসন সমীক্ষা শুরু করেছে, যাতে শিল্পীরা নির্দিষ্ট জায়গায় তাঁদের তৈরি সামগ্রী বিক্রি করতে পারেন। পর্যটকরাও একই জায়গা থেকে শিল্পীদের হাতে তৈরি জিনিসপত্র কিনে নিতে পারবেন। এছাড়াও, ঝাড়গ্রামে ঢোকার মুখে লোধাশুলি এবং বেলপাহাড়ির প্রবেশপথে দু’টি সুদৃশ্য গেট নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। জেলার বিভিন্ন পর্যটনস্থলে পৌঁছনোর রাস্তা যাতে উন্নত ও মসৃণ হয়, তার জন্য রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ডে (আইআরডিএফ) ৫২ কোটি টাকার প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন মিললে ৬৬ কিমি রাস্তা নির্মাণ করা হবে জেলা পরিষদের মাধ্যমে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

ঝাড়গ্রামের জেলা শাসক সুনীল আগরওয়াল জানান,“পর্যটনস্থলগুলোকে আরও আকর্ষণীয় করে তুলতেই প্রাথমিকভাবে খাঁদারানি ও ঢ্যাঙ্গিকুসুমে ক্যাফে চালুর পরিকল্পনা হয়েছে। এছাড়াও রাস্তা, শৌচাগার, শিল্পীদের হাট সহ একাধিক উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই নিয়ে বনদফতরের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। রাস্তার জন্য ৫২ কোটি টাকার প্রস্তাব পাঠানো হয়েছে যাতে দ্রুত অনুমোদন পাওয়া যায়।” সব মিলিয়ে বলা যায়, জেলার পর্যটন মানচিত্রে বেলপাহাড়ি এক নতুন পরিচিতি পেতে চলেছে জেলা প্রশাসনের উন্নয়নমুখী পদক্ষেপের ফলে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘন কুয়াশার সুযোগে দুষ্কৃতীদের গা ঢাকা দেওয়ার দিন শেষ! সীমান্তে পুলিশের বড় পদক্ষেপ
আরও দেখুন

তন্ময় নন্দী

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram Tourism: বদলে যাবে ঝাড়গ্রাম ঘুরতে যাওয়ার মজা! এবার কোটি কোটি টাকা খরচ করে এইসব বানাচ্ছে প্রশাসন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল