TRENDING:

Jhargram Tourism: পর্যটকদের নতুন ঠিকানা হতে চলেছে ধুন্দুপাল ড্যাম, দেখলে মন ভরবে আপনারও

Last Updated:

Jhargram Tourism:ঝাড়গ্রাম জেলা রাজ্যের মধ্যে পর্যটন মানচিত্র একটি অন্যতম স্থান অধিকার করেছে। সারা বছরই পর্যটকদের আনাগোনা লেগে থাকে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম জেলায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম জেলা রাজ্যের মধ্যে পর্যটন মানচিত্র একটি অন্যতম স্থান অধিকার করেছে। সারা বছরই পর্যটকদের আনাগোনা লেগে থাকে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম জেলায়। শহরের কোলাহল, ধোয়া ধুলো থেকে দূরে এসে সবুজ বনানীর মধ্য দিয়ে এক নির্জন মনোরম পরিবেশে সময় কাটাতে চাইলে তার একমাত্র হয়ে উঠেছে ঝাড়গ্রাম।
advertisement

ঝাড়গ্রামে থাকা ঘাগড়া জলপ্রপাত, খাঁন্দারানী ড্যাম,লালজল গুহা,ময়ূর ঝর্না, গাডরাসিনি পাহাড়,রঙিন পাহাড়, এই নয়নাভিরাম পর্যটন কেন্দ্রগুলির পাশাপাশি জেলার পর্যটন মানচিত্রে এবার ঠাঁই করে নিতে চলেছে ধুন্দুপাল ড্যাম। সবুজ বনানী ভেদ করে আঁকা বাঁকা গ্রাম্য মেঠো পথ দিয়ে উঁচু নিচু বন্ধুর পথ অতিক্রম করে সারি সারি পলাশের গাছে ফুটে থাকা পলাশ ফুলের সৌন্দর্যকে উপভোগ করতে করতে রোমাঞ্চকর যাত্রাপথের মধ্য দিয়ে পৌঁছে যাওয়া যাবে এই ধুন্দুপাল ড্যাম।

advertisement

আরও পড়ুন: হলদে-ছোপ নিমেষে ধবধবে…! প্লাস্টিকের বালতি-মগ ২ মিনিটে ঝকঝকে পরিষ্কার! জাস্ট ‘২ ফোটা’ জলে মেশান এই ‘জিনিস’, ছোট্ট টোটকায় কিস্তিমাৎ

ধুন্দুপাল ড্যামে পৌঁছনোর সময় অতিরিক্ত পাওয়া হিসবে পাওয়া যাবে ডিগল পাহাড়।যেহেতু সবে মাত্র এই ড্যামের সন্ধ্যান পাওয়া গেছে তাই খুব একটা পর্যটকের ভীড় নেই বললেই চলে। যদি কেউ জঙ্গল বেষ্টিত শান্ত নির্জন পছন্দ করে থাকেন তাহলে ঘুরে আসা যাই ধুন্দুপাল ড্যাম।

advertisement

View More

আরও পড়ুন: রাজা করে দেবে ‘এই’ ২০ টাকার নোট…! বাড়ি বসেই পেয়ে যাবেন লাখ লাখ টাকা! কী ভাবে? জানুন ‘সঠিক’ নিয়ম

ঝাড়গ্রাম জেলা শহর থেকে মাত্র ৪৫ কিমি দূরে রয়েছে এই ড্যাম। প্রথমে ঝাড়গ্রাম জেলা শহর থেকে বেরিয়ে পৌঁছে যেতে হবে দহিজুড়ি, বাম দিক বেঁকে সবুজ অরণ্যের মধ্য দিয়ে কালো পিচ রাস্তা ধরে পরিহাটি পেরিয়ে শালতলা হয়ে পৌঁছে যেতে হবে দমহানি। দমোহানি থেকে যেতে হবে তারপরই কিছুটা এগিয়ে গেলে পড়বে এই ধুন্দুপাল ড্যাম। সারা বছরের যেকোনো সময়ই এই ড্যাম ঘুরে আসা যাবে। বলাই বাহুল্য ঝাড়গ্রাম জেলায় বর্তমানে থাকা পর্যটন স্থানগুলিকে আগামী দিনে টেক্কা এই ধুন্দুপাল ড্যাম।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

বুদ্ধদেব বেরা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram Tourism: পর্যটকদের নতুন ঠিকানা হতে চলেছে ধুন্দুপাল ড্যাম, দেখলে মন ভরবে আপনারও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল