TRENDING:

Jhargram News: নদীর তীরে বা শাল জঙ্গল নয়, কাজু বাগানে পিকনিকের ইচ্ছা রয়েছে? রইল সেরা ঠিকানা

Last Updated:

ঝাড়গ্রামে এই কাজু বাগানের মধ্যে শুরু হল নতুন পিকনিক স্পট। ভিড় জমেছে পিকনিক পার্টির। পিকনিকের পাশাপাশি রয়েছে বোটিং এর সুবিধা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম : শীতের শুরু মানে শুরু হয়ে যায় পিকনিকের মরশুম। নদীর তীরে অথবা শাল জঙ্গলের মধ্যে পিকনিক করার অভিজ্ঞতা সকলেরই রয়েছে। কিন্তু কখনও কি ভাবা যায় কাজু বাগানের মধ্যে পিকনিকের কথা?
advertisement

মনোরম পরিবেশের মধ্যে সাজানো গোছানো আস্ত একটি কাজু বাগানকে পিকনিক স্পটে হিসেবে গড়ে তোলা হয়েছে। আর এই কাজু বাগানে পিকনিক করার জন্য ভিড় জমছে পিকনিক পার্টি থেকে শুরু করে পর্যটকদের।

পশ্চিমবঙ্গ পর্যটন মানচিত্রের একটি গুরুত্বপূর্ণ জায়গা হল অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম। এখানে শীতের মরশুমে পর্যটকদের ঢল নামে। পর্যটকদের পাশাপাশি জেলা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তের বহু মানুষ পিকনিক করার জন্য হাজির হয় ঝাড়গ্রামের কংসাবতী নদীর তীরে৷ অথবা সাতপাটি, বেলপাহাড়ির সবুজ শাল জঙ্গল ও চিল্কিগড়ের ডুলুং নদীর তীরে।

advertisement

এই সমস্ত পিকনিক স্পট গুলি থাকার পাশাপাশি ঝাড়গ্রাম শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে আস্ত একটি কাজু বাগানকে নতুন পিকনিক স্পট হিসেবে গড়ে তোলা হয়েছে।

ঝাড়গ্রাম শহর থেকে চিল্কিগড় যাওয়ার রাস্তায় কাশিয়ার কাছে পড়বে ধোবাধবিন বলে একটি বড় জলাশয়। বড় জলাশয়টিকে বহুদিন আগে টুরিস্ট স্পট হিসেবে গড়ে তোলা হয়েছে। যার নাম পঞ্চবটি মাহাতো সরোবর।

advertisement

ঝাড়গ্রাম জেলার কেবলমাত্র পঞ্চবটি মাহাতো সরোবরে বোটিং এর ব্যবস্থা রয়েছে। পর্যটকদের আনাগোনা বৃদ্ধি হতেই কর্তৃপক্ষের উদ্যোগে কাজু বাগানের মধ্যে নতুন পিকনিক স্পট চালু করা হয় ।

কাজু গাছগুলির গড়াকে লাল-হলুদ, লাল-সাদা রং দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। ফলে কাজু বাগানের ছায়ায় পিকনিকের পাশাপাশি একটি রোমাঞ্চকর পরিবেশেরও সৃষ্টি হয়েছে।

এই শীতের মরশুমে বোটিং করার পাশাপাশি কাজু বাগানে পিকনিক করার আনন্দে মেতে উঠতে চাইলে জন্য সেরা ডেস্টিনেশন হতে পারে পঞ্চবটি মাহাতো সরোবরের কাজু বাগানের পিকনিক স্পট।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

বুদ্ধদেব বেরা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: নদীর তীরে বা শাল জঙ্গল নয়, কাজু বাগানে পিকনিকের ইচ্ছা রয়েছে? রইল সেরা ঠিকানা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল