এই মূল সড়কের উপর নির্ভর করেই প্রতিদিন যাতায়াত করেন নিত্যযাত্রী থেকে শুরু করে স্কুলপড়ুয়ারা, অফিসযাত্রী, এমনকি গুরুতর অসুস্থ রোগীরাও। বর্ষায় কাদা আর জল জমে চলাচল প্রায় অসম্ভব হয়ে ওঠে, আর শুকনো মরশুমে ধুলোয় ঢেকে যায় চারদিক। অ্যাম্বুল্যান্স থেকে শুরু করে সাধারণ যানবাহন—সবই এই রাস্তায় পড়ে চরম বিপাকে।
আরও পড়ুন: শীতের মরশুমে ঝাড়গ্রাম ঘুরতে যাওয়ার মজা বেড়ে দ্বিগুণ! মহিলাদের অভিনব আয়োজন, না গেলে মিস করতে হবে গ্যারান্টি
advertisement
বনপুরা, ডাহি, নেগড়িয়া, চাঁদপাল, কুলডিহা-সহ আশেপাশের একাধিক গ্রামের হাজার হাজার মানুষ এই রাস্তাটির ওপর নির্ভরশীল। তাঁদের দাবি, প্রশাসনকে বারংবার বিষয়টি জানানো হয়েছে হয়েছে বহুবার। কিন্তু বাস্তবে রাস্তা সংস্কারের কোনও উদ্যোগই গ্রহণ করা হয় নি, ফলে এলাকাবাসীর ক্ষোভ ক্রমেই বাড়ছে। অন্য দিকে এই রাস্তাটি নিয়ে ঠিকাদারের দুর্নীতির অভিযোগ উঠছে। তবে মানুষ চান, তাদের বেনজির দুর্নীতির অবসান ঘটুক, সেটা যেভাবেই হোক না কেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই রাস্তার বেহাল দশা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে শাসক ও বিরোধী রাজনৈতিক তরজা। প্রশ্ন উঠছে—উন্নয়ন কি তবে রাজনৈতিক দর-কষাকষির বলি হচ্ছে? নাকি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নতুন রাস্তার মুখ দেখতে পাবেন এই সমস্ত গ্রামের বাসিন্দারা, অপেক্ষায় দিন গুনছেন এলাকার বাসিন্দারা।
