মেটাল গ্রামের পাশেই রয়েছে কংসাবতী নদী। জানা যাচ্ছে, সরকারি নিয়মের তোয়াক্কা না করেই সেই নদী থেকে বালি উত্তোলন চলছে। বাঁধ দিয়ে নদীগর্ভ থেকে বালি তোলা হচ্ছে। এর যেরে নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে। ফলে আতঙ্কে রয়েছেন নদীর পাশের গ্রামের মানুষ।
আরও পড়ুনঃ ‘নিখোঁজ’ ছাগল ফিরে পেতে সোজা থানায়! হারানো পোষ্য খুঁজে দিল বীরভূমের পুলিশ, আনন্দে আত্মহারা মালিক
advertisement
এই বিষয়ে গ্রামবাসীরা স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন। কিন্তু তারপরেও কোনও কাজ না হওয়ায় রাস্তা অবরোধ করলেন তাঁরা। এই বিষয়ে জেলা প্রশাসন সূত্রে খবর, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
এক গ্রামবাসী বলেন, আমাদের গ্রামের বেশিরভাগই মাছ ধরে সংসার চলে। ১২ মাসের মধ্যে ৩ মাস চাষের কাজ এবং বাকি ৯ মাস আমরা নদীর উপর নির্ভরশীল। কিন্তু ওঁরা বাঁধ দিয়ে নদীর গতিপথকে এমনভাবে আটকে রেখেছে, ফলে বন্যার সময় আমাদের গ্রাম প্রভাবিত হবে। এছাড়া ওঁরা নদীতে এমনভাবে গর্ত করছে, যার জন্য আর মাছ ধরা যাবে না। একইসঙ্গে বালির গাড়ির দৌরাত্ম্যের বিষয়টিও তুলে ধরেন তিনি।
