জামবনি ব্লকের চিল্কিগড়ে ডুলুং নদীর উপর থাকা কজওয়ের উপর দিয়ে বইছে জলের স্রোত। যার ফলে জামবনি ব্লকের সঙ্গে ঝাড়গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন। ভারী বৃষ্টিতে ডুলুং নদীতে বাড়ছে জলের স্রোত। ফলে জামবনি ব্লকের চিল্কিগড়ে নদীর উপর থাকা কজওয়ের উপর দিয়ে প্রবল জলের স্রোত বইছে। ঝাড়গ্রামের সঙ্গে যোগাযোগ ব্যাবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে জামবনি ব্লকের চিল্কিগড়, গিধনী-সহ প্রায় ২০ টি গ্ৰামের।
advertisement
বৃষ্টি হলেই দুর্ভোগ বাড়ে বীনপুর ও লালগড়ের বাসিন্দাদের। গ্রামে ঢুকে আসে বন্যার জল। বিন্দাধরা, বাসাঝুড়ি, কড়াসাই, ঢোলভাঙ্গা, কুইলা, করাতশাল, ভদ্রপাল-সহ ১৫টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝাড়গ্রামে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, ব্যবসা-বাণিজ্যেও প্রভাব পড়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিনও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তাই সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে।
বৃষ্টি হলেই ডুলুং নদীতে জল বাড়ে, ফলে চিল্কিগড়ে নদীর উপর থাকা কজওয়েটি জলে ডুবে যায়। ফলে জামবনি ব্লকের সঙ্গে ঝাড়গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি, চিলকিগড়ে ডুলুং নদীর উপর একটি সেতু নির্মাণের । স্বাধীনতার ৭৫ বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও এখনও সেতু নির্মাণ না হাওয়ায় এলাকার বাসিন্দারা হতাশ হয়ে পড়েছেন।
তন্ময় নন্দী