TRENDING:

Jamai Sasthi: কে এমন আছে গ্রামে! বাংলার এই গ্রামে ষষ্ঠীতে আসতে ভয়ে কাঁপছেন জামাইরা! কিন্তু কেন?

Last Updated:

Jamai Sasthi: হনুমানের আক্রমণে একের পর এক আক্রান্ত হচ্ছে এলাকার মানুষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সমীর রুদ্র, নদিয়া: আজ জামাইষষ্ঠী, শ্বশুর-শাশুড়ি থেকে মেয়ে-জামাইরা বছরভর অপেক্ষা করে থাকেন এই দিনটির অপেক্ষায়। কিন্তু তেহট্টের বেতাই দক্ষিণ জিতপুর এলাকার জামাইরা শ্বশুরবাড়ি যেতেই ভয় পাচ্ছেন। কারণ ওই এলাকায় কয়েকদিন ধরেই দাপিয়ে বেড়াচ্ছে একটি ক্ষ্যাপা হনুমান। অতর্কিত হামলা চালাচ্ছে মানুষের উপর।
প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
advertisement

হনুমানের আক্রমণে একের পর এক আক্রান্ত হচ্ছে এলাকার মানুষ। এই ঘটনা চাউর হতেই শ্বশুর বাড়ি ষষ্ঠীতে আসতে ভয় পাচ্ছেন জামাইরা। হনুমানের আক্রমণের ফলে আহত হয়েছে বেশ কয়েকজন বাসিন্দা। দিন কয়েক আগেই সুকদেব সরকার নামে এক যুবককে বাড়ির ছাদ থেকে ঠেলে ফেলে দিয়েছিল হনুমানটি।

আরও পড়ুন: ‘ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব’, প্রবল রুষ্ট মমতা! কার উপর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী? তুমুল শোরগোল

advertisement

পড়ে গিয়ে কোনও ক্রমে প্রাণে বাঁচলেও হাত ভেঙেছে ওই ব্যক্তির। গুরুতর আঘাত লেগেছে চোখেও। এছাড়াও এলাকার অসংখ্য মহিলাকে কামড়ে নিতম্বের মাংস তুলে নিয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

হনুমানের আক্রমণ থেকে বাদ পড়ছে না এলাকার কচিকাচারাও। বাধ্য হয়ে এলাকায় পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এমনকি সেই প্রভাব পড়েছে জামাইষষ্ঠীতে। এলাকায় হনুমানের আক্রমণের খবর ছড়িয়ে পড়তেই ষষ্ঠীতে এলাকায় আসতে ভয় পাচ্ছেন জামাইরা। যে কারণে জামাইষষ্ঠীর আনন্দ থেকে বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী। যদিও ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে বন দফতর।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jamai Sasthi: কে এমন আছে গ্রামে! বাংলার এই গ্রামে ষষ্ঠীতে আসতে ভয়ে কাঁপছেন জামাইরা! কিন্তু কেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল