TRENDING:

Jamajsasthi 2025: জামাইষষ্ঠীতে ভাড়া পাওয়া গেল জামাই! ছিল আকর্ষণীয় ডিসকাউন্ট, অবাক করা ঘটনা

Last Updated:

জামাই না থাকলে আক্ষেপ করার দিন শেষ! পূর্ব বর্ধমানের গুসকরা শহরে ভাড়ায় পাওয়া গেল জামাই। হাতে মাছ, দইয়ের ভাঁড় নিয়ে পাঞ্জাবি পরে জামাই সেজে তৈরি তিন ব্যাচেলার। শুধু ডাকার অপেক্ষা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান: জামাই না থাকলে আক্ষেপ করার দিন শেষ! পূর্ব বর্ধমানের গুসকরা শহরে ভাড়ায় পাওয়া গেল জামাই। হাতে মাছ, দইয়ের ভাঁড় নিয়ে পাঞ্জাবি পরে জামাই সেজে তৈরি তিন ব্যাচেলার। শুধু ডাকার অপেক্ষা।
রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট! জামাইভাড়া মিলছে এই শহরে
রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট! জামাইভাড়া মিলছে এই শহরে
advertisement

কালো, ফর্সা, নাদুসনুদুস- যেমন চান, তেমন মিলছে জামাই। জিনিসপত্রের দাম আগুন। এই বাজারে দায়ে না পড়লে কে আর জামাইকে ঘরে ডেকে চব্যচোষ্য খাওয়াতে চায়! শাশুড়ি চাইলেও শ্বশুরের পকেটে টান। গলদা চিংড়ির কথা ভুলে যান, কাটা কাতলা পাঁচশো টাকা, খাসির মাংস সাড়ে আটশো। সেকথা ভেবে লোভনীয় ডিসকাউন্ট দিচ্ছেন ভাড়া যেতে চাওয়া জামাই বাবাজীবনরা। বলছেন, খাসির মাংস চাই না, ডিম ভাতেই রাজি। শুধু একদিনের জন্য জামাই হতে চান।

advertisement

সুরজিত পাত্র, রোহন সাঁতরা, সোমনাথ পালিত। কালো, ফর্সা, মোটা। পছন্দ মতো জামাই বেছে নিতে পারবেন শাশুড়িরা। হাতে টোপর নিয়ে বাস, টোটো, সব জায়গায় শ্বশুরবাড়ি খুঁজলেন এই তিন যুবক। দশ বছর ধরে চেষ্টা চালাচ্ছেন। আইবুড়ো নাম ঘোঁচেনি। জামাইষষ্ঠীর মহাভোজেরর গল্প শুনেছেন শুধু লোকমুখে। নিজেরা পরখ করতে পারেননি। তাই আজকের দিনে একবার অন্তত জামাই সেজে শ্বশুরবাড়ি যেতে চান। দুধের স্বাদ ঘোলে মিটুক- তাতেও কোনও দুঃখ নেই।

advertisement

আরও পড়ুন- বিয়ে সানাই বাজবে রিঙ্কু সিংয়ের বাড়িতে! KKR তারকার বাগদানের তারিখ জানাজানি হয়ে গেল

কেউ কেউ তাঁদের কাতর আবেদনে সাড়া দিলেন। ঘরে মেয়ে নেই। তবু জামাই ভাড়া করতে রাজি হলেন তাঁরা। আর একজন রাজি হলেন শুধু পান্তাভাত ও লঙ্কাপোড়া খাওয়ানোর শর্তে। রাস্তায় তরুণী বা মধ্যবয়সী মহিলাদের দেখলেই ভাড়ার জামাইরা বললেন, জামাই লাগবে নাকি? আর তাদের কাণ্ডকারখানা দেখে হেসে কুটোকুটি সবাই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

রবিবার জামাইষষ্ঠীর দিন এমনই মজার কাণ্ডকারখানা সাক্ষী গুসকরাবাসী। জামাইষষ্ঠীর দিন  রাস্তায় নেমে এমনই কৌতুক করলেন গুসকরার তিন যুবক। জামাইয়ের সাজে সেজে হাতে মাছ ও মিষ্টি নিয়ে তাঁরা কৌতুক করে পথচারীদের বলেন, মাংস-ভাত খাওয়ানোর দরকার নেই। মাছ ডিম হলেই চলবে। উল্লেখ্য, তাঁদের সবটাই ছিল কৌতুক। যা বুঝে ফেলেন পথচারীরাও। ওই তিন যুবক জানান স্রেফ সবাইকে আনন্দ দিতে তাদের এই ভাবনা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jamajsasthi 2025: জামাইষষ্ঠীতে ভাড়া পাওয়া গেল জামাই! ছিল আকর্ষণীয় ডিসকাউন্ট, অবাক করা ঘটনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল