রাজ্যপাল জগদীপ ধনখড়ের সমালোচনায় সরব বামনেতা সুজন চক্রবর্তী এদিন বলেন এই রাজ্যপাল কখনও কখনও তাঁর সাংবিধানিক গন্ডির বাইরে যাচ্ছেন। এইদিন সুজন চক্রবর্তীর দাবী করেন রাজ্যপালের সাংবিধানিক গন্ডির বাইরে যাওয়াকে তাঁরা আপত্তি জানাচ্ছেন। একই সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনখড়ের পাহাড় সফরকে কটাক্ষ করেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন দার্জিলিং খুব সুন্দর জায়গা। পাহাড়ের মানুষ সৎ ও বিশ্বাসী। দার্জিলিংয়ে রাজ্যপাল ১৫ দিনের বদলে এক মাস থাকুন। কোনও অসুবিধা নেই। তবে রাজ্য বিজেপির বাড়বাড়ন্ত এর জন্য ফের তৃনমূলকে দায়ী করেন সুজন চক্রবর্তী। তিনি বলেন বিজেপি কেন্দ্রে রয়েছে। সিবিআই যদি সারদ, নারদার তদন্ত সঠিকভাবে করত তাহলে তৃনমূল কংগ্রেস দলটাই উঠে যেতে। কিন্তুু সেই তদন্ত হচ্ছে না। আসলে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে সমঝোতা রয়েছে একে অপরকে বাঁচানোর অভিযোগ সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। তাঁর দাবী এই রাজ্যে তৃনমুলের বিকল্প শক্তি হিসাবে বাম ও গনতান্ত্রিক শক্তিই উঠে আসছে। সেই শক্তিতে কংগ্রেস আছে। কেরলে কংগ্রেস ও বামেদের বিরোধিতা এই রাজ্য কোন প্রভাব ফেলবে না বলে দাবী বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর।
advertisement
RAJARSHI Roy