TRENDING:

Krishnanagar Murder Update: দেশরাজকে দেখেই চিনতে পারলেন, কৃষ্ণনগর জেলে মেয়ের খুনির মুখোমুখি! কী বললেন ঈশিতার মা?

Last Updated:

ঈশিতাকে খুন করার পর এক সপ্তাহের বেশি সময় গা ঢাকা দিয়েছিল দেশরাজ৷ শেষ পর্যন্ত নেপালে পালানোর আগেই উত্তরপ্রদেশ থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সমীর রুদ্র, কৃষ্ণনগর: গত ২৫ অগাস্ট দুপুরে কৃষ্ণনগরের মানিকপাড়ার বাড়ির দোতলায় দেশরাজের মুখোমুখি হয়েছিলেন তিনি৷ ঈশিতার মতো তাঁর মা কুসুম মল্লিককেও লক্ষ্য করে গুলি করার চেষ্টা করেছিল দেশরাজ৷ কিন্তু বরাতজোরে বেঁচে যান কুসুমদেবী৷ তার পর আজ, ফের কৃষ্ণনগর সংশোধনাগারে মেয়ের খুনির মুখোমুখি হলেন তিনি৷ দেশরাজকে সামনে দেখেই তাই উত্তেজিত হয়ে পড়েন৷ কোনওক্রমে তাঁকে সামলান উপস্থিত মহিলা পুলিশ কর্মীরা৷
দেশরাজ সিং-কে শনাক্ত করলেন ঈশিতার মা কুসুম মল্লিক৷
দেশরাজ সিং-কে শনাক্ত করলেন ঈশিতার মা কুসুম মল্লিক৷
advertisement

ঈশিতাকে খুন করার পর এক সপ্তাহের বেশি সময় গা ঢাকা দিয়েছিল দেশরাজ৷ শেষ পর্যন্ত নেপালে পালানোর আগেই উত্তরপ্রদেশ থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ৷ এ দিন দেশরাজের টিআই প্যারেডের জন্য ঈশিতার মা এবং ভাইকে কৃষ্ণনগর জেলে নিয়ে যায় পুলিশ৷ সেখানেই দেশরাজকে সামনে দেখে উত্তেজিত হয়ে পড়েন ঈশিতার মা৷ এর পরেই অবশ্য নিজেকে সামলে নেন তিনি৷ কান্নায় ভেঙে পড়েন ঈশিতার মা৷ দেশরাজকে দেখেই চিনতে পারেন ঈশিতার মা এবং ভাই৷ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে টিআই প্যারেড প্রক্রিয়া সম্পন্ন হয়৷

advertisement

কুসুমদেবী পরে বলেন, আমি একশো শতাংশ নিশ্চিত এই ছেলেটিই আমার বাড়িতে এসেছিল৷ কী করে আমার নিষ্পাপ মেয়েটাকে এ ভাবে খুন করল, আমি সেটাই ভেবে পাচ্ছি না৷ দেশরাজকে দেখে আমারও ওকে নিজের হাতে শাস্তি দিতে ইচ্ছে করছিল৷ কিন্তু আইন হাতে তুলে নিতে চাইনি৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

টিআই প্যারেড সম্পন্ন হওয়ার পর এবার কৃষ্ণনগর কাণ্ডে অভিযুক্ত দেশরাজকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ৷ দেশরাজের মামাকেও ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Krishnanagar Murder Update: দেশরাজকে দেখেই চিনতে পারলেন, কৃষ্ণনগর জেলে মেয়ের খুনির মুখোমুখি! কী বললেন ঈশিতার মা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল