বিধায়ক নওসাদ সিদ্দিকীর গ্ৰেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে বসিরহাটের রাস্তায় দফায় দফায় অবরোধ করে আইএসএফ কর্মী সমর্থকেরা। বৃহস্পতিবার সকালে বসিরহাটের পাইকপাড়া এলাকায় বসিরহাট-ন্যাজাট রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় আইএসএফ কর্মী সমর্থকরা। পাশাপাশি এদিন সকাল থেকে হাড়োয়ায় বিভিন্ন রাস্তায় টায়ার জ্বালিয়ে দফায় দফায় অবরোধ, বিক্ষোভ আই এস এফ কর্মী সমর্থকদের। বৃহস্পতিবার সকালে প্রথমে হাড়োয়া – রাজারহাট রোডের উপর টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান আইএসএফ কর্মী সমর্থকরা। হাড়োয়া থানার পুলিশ গিয়ে অবরোধ তুলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখান থেকে চলে এসে আই এস এফ কর্মী সমর্থকরা হাড়োয়া -বেড়াচাঁপা রোডের উপর টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান।হাড়োয়া থানার পুলিশ এসে অবরোধকারীদের বুঝিয়ে অবরোধ তুলে যান চলাচল স্বাভাবিক করে।
advertisement
আরও পড়ুন: বিবাহবিচ্ছেদ হলে শুধু স্ত্রী নয়, স্বামীও পেতে পারেন খোরপোশ! জানেন কখন বর খোরপোশ পাবেন?
মঙ্গলবার পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি বাঁধে আইএসএফ কর্মীদের। মাঝ রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি। যদিও পরে তাঁকে আটক করা হয়। সংশোধিত ওয়াকফ আইন, SIR ইস্যু-সহ মোট চার দফা দাবিতে বুধবার কলকাতায় বিক্ষোভ কর্মসূচি ছিল আইএসএফ-এর। ধর্মতলা থেকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির নেতৃত্বে শুরু হয় মিছিল। সেই মিছিল এগোলেই বাধা দেয় পুলিশ। ভাঙড়ের বিধায়ক নওশাদের অভিযোগ, পুলিশ মিছিল আটকানোর নামে তাঁর বুকে ঘুষি মেরেছে।