তবে এ বছর সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগেভাগেই উদ্যোগী হয়েছে সেচ দফতর। বর্ষা শেষ হওয়ার আগেই এবার সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালির একাধিক নদীবাঁধে জোরকদমে মেরামতির কাজ শুরু হয়েছে। বিশেষ করে হিঙ্গলগঞ্জ ব্লকের কেদারচক শিববাড়ি এলাকার রায়মঙ্গল নদীর পাড়ে বহুদিন ধরেই নদীবাঁধ দুর্বল হয়ে পড়েছিল। এবার সেই এলাকাতেই বালির বস্তা ফেলে বাঁধ তৈরি করে পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। পাশাপাশি, ইছামতি নদীর পাড়, ডাসা ও কালিন্দীর মতো গুরুত্বপূর্ণ নদীগুলির বাঁধেও চলছে ঘর সাজানোর মতো করে বাঁধ নির্মাণের কাজ।
advertisement
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ঠিকই, তবে অনেকেরই আশঙ্কা—সময়মতো কাজ শেষ না হলে আবার বিপদ ঘনিয়ে আসতে পারে। তাই তাঁদের দাবি, দ্রুততার সঙ্গে সমস্ত দুর্বল নদীবাঁধগুলি মেরামতের কাজ শেষ করুক প্রশাসন। সুন্দরবনের নদীবাঁধ মানে শুধুই কাদামাটি নয়, বরং লক্ষ লক্ষ মানুষের প্রাণরক্ষা। তাই এই বাঁধ নিয়ে সরকারের সক্রিয়তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এখন শুধু দেখার, প্রকৃতির রোষ সামলাতে আগামী দিনে এই বাঁধগুলি কতটা কার্যকর প্রমাণিত হয়।