পূর্ব মেদিনীপুরের রামনগর ১ নম্বর ব্লকের পদিমা ২ গ্রাম পঞ্চায়েত এলাকার দহদয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির চতুর্থ শ্রেণির ৬ জন স্থায়ী কর্মী ও এসএইচজি বিভাগে দু’জন অস্থায়ী কর্মী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ সামনে এসেছে।
আরও পড়ুন: আবার নতুন ফ্যাসাদে সন্দীপ, এফআইআর দায়ের করেই কাজে লেগে গেল সিবিআই
advertisement
আগামিকাল, ২৫ অগাস্ট নিয়োগ সংক্রান্ত পরীক্ষা রয়েছে।তার আগেই চাকরিপ্রার্থীদের তালিকা চূড়ান্ত করে ফেলার অভিযোগ উঠেছে সমবায় সমিতির পরিচালন কমিটির বিরুদ্ধে।
এই নিয়ে কাঁথির এআরসিএস- র কাছে অভিযোগ দায়ের করেছেন সংশ্লিষ্ট সমবায় সমিতির কতিপয় সদস্য। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে চতুর্থ শ্রেণির কর্মী হিসেবে ৬ জন এবং এসএইচজি বিভাগে অস্থায়ী কর্মী হিসেবে স্থানীয় এক পঞ্চায়েত সদস্য ও প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে নিযুক্ত করতে চায় সমবায় কর্তৃপক্ষ। এ ক্ষেত্রে যে নিয়োগ পরীক্ষার আয়োজন করা হয়েছে তা প্রহসন বলে দাবি করেছেন অভিযোগকারীরা। অভিযোগপত্রের সঙ্গে ওই চাকরিপ্রার্থীদের নামও জানান হয়েছে৷
তবে সমবায় সমিতির চেয়ারম্যান উত্তম দাসের দাবি, ‘অভিযোগ সম্পূর্ণ ভুল, এটা নিয়ে রাজনীতি করছে।আমাদের এ নিয়োগ স্বচ্ছ ভাবে হবে।’