আরও পড়ুন: উনুন জ্বালতে গিয়ে জ্বলেপুড়ে খাক মিষ্টি দোকান! ভয়াবহ অবস্থা কাশীনগরে
আন্তর্জাতিক নারী দিবস আগামী ৮ মার্চ। সেই উপলক্ষে মহিলাদের প্রতি সম্মান জানাতে দুর্গাপুরের এই ক্যাফে-তে আগাম শুরু হয়ে গিয়েছে বাম্পার অফার। ৫ মার্চ মঙ্গলবার থেকে ৮ মার্চ অর্থাৎ শুক্রবার পর্যন্ত এই অফার চলবে। এই চারদিন সবকিছুই ৩৬ টাকা দিয়ে কিনতে পারবেন। তবে শর্ত একটাই, সঙ্গে পরিবারের কোনও মহিলা সদস্যকে নিয়ে ক্যাফেতে ঢুকতে হবে। শুধু ছেলে বন্ধুরা গেলে দামে ছাড়ের এই অফার পাবেন না।
advertisement
নারী দিবসের স্পেশাল অফারে দুর্গাপুরের এই ক্যাফে কম দামে দিচ্ছে একটি বিশেষ কম্বো। তিনটি আইটেমের দামে পাওয়া যাচ্ছে চারটি আইটেম। ইস্পাত নগরীর যে ক্যাফে এই দুর্দান্ত অফারটি নিয়ে এসেছে তাদের নাম ‘সুপার থার্টিসিক্স ক্যাফে’। এটি দুর্গাপুর সিটি সেন্টার এলাকায় অবস্থিত। যুবক-যুবতীদের কাছে এই ক্যাফেটি বিশেষভাবে জনপ্রিয়।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
ক্যাফেটির এক কর্মচারী জানিয়েছেন, চারটি আইটেমের দাম এখানে পড়ে ১৪৪ টাকা। কিন্তু নারী দিবসের স্পেশাল অফার হিসেবে ১০৭ টাকায় পাওয়া যাবে বিশেষ কম্বো। যেখানে চার ধরনের আইটেম থাকবে। যার মধ্যে একটি পানীয়, একটি ফ্রাই আইটেম থাকবে। তার সঙ্গে থাকছে আরও দুটি আইটেম।
নয়ন ঘোষ