Bengali News: উনুন জ্বালতে গিয়ে জ্বলেপুড়ে খাক মিষ্টি দোকান! ভয়াবহ অবস্থা কাশীনগরে
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
উনুনে আগুন ধরাতে গিয়ে এই আগুন লাগে। দ্রুত তা চারিপাশে ছড়িয়ে পড়ে। দমকলের দুটি ইঞ্জিন এসে প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে
দক্ষিণ ২৪ পরগনা: কাশীনগরে লাগা ভয়াবহ আগুনে ক্ষতির পরিমাণ ছাড়াল কয়েক লক্ষ টাকা। আগুনের লেলিহান শিখায় ভষ্মীভূত হয়ে যায় একটি মিষ্টি দোকান। আগুন লাগার খবর শুনে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনাস্থলে যান রায়দিঘির বিধায়ক অলক জলদাতা, তৃণমূলের সুন্দরবন সাংগঠনিক জেলার যুব সভাপতি বাপী হালদার।
জানা গিয়েছে, উনুনে আগুন ধরাতে গিয়ে এই আগুন লাগে। দ্রুত তা চারিপাশে ছড়িয়ে পড়ে। দমকলের দুটি ইঞ্জিন এসে প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে পরিস্থিতি বুঝে দমকলের আরও তিনটি ইঞ্জিন নিয়ে আসা হয়। অবশেষে দীর্ঘ চার ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন দোকানের মালিক।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
আগুন লাগার ঘটনার খবর পেয়ে এলাকায় আসেন স্থানীয় বিধায়ক। আগুন লেগে মিষ্টি দোকানের বহু আসবাবপত্র পুড়ে যায়। মিষ্টি দোকানের পাশে থাকা একটি রেডিমেড পোশাকের দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই আগুন লাগার খবরে ব্যবসায়ী সমিতির সদস্যরা খুবই মর্মাহত বলে তাঁরা জানিয়েছেন।
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 05, 2024 12:06 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: উনুন জ্বালতে গিয়ে জ্বলেপুড়ে খাক মিষ্টি দোকান! ভয়াবহ অবস্থা কাশীনগরে