বিএসএফ জওয়ানদের সঙ্গে সঙ্গ দিতে উপস্থিত ছিলেন মালদহের ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক শ্রীরুপা মিত্র। এদিন জওয়ানদের সঙ্গে আবির খেলার পাশাপাশি গানের তালে তালে কোমর দোলান বিজেপি বিধায়ক। অভিনব উদ্যোগে জওয়ানদের হোলি উৎসবে কার্যত মেতে উঠে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের নিমতিতা ১১৫ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা।
advertisement
আরও পড়ুন: জলের মতো বেরিয়ে যাচ্ছে টাকা? কিছুতেই হাতে থাকছে না? চটপট জেনে নিন 'এই' সহজ সমাধান...
কথায় আছে ‘যে রাঁধে সে চুলও বাঁধে’। মহিলারা সবক্ষেত্রেই সমানভাবে বিরাজমান। আন্তর্জাতিক নারীদিবসেও তাই নিমতিতা গ্রামে ভারত-বাংলাদেশের সীমান্তে রাইফেল হাতে অতন্দ্র পাহাড়াতেই থাকলেন মহিলা বিএসএফ জওয়ানরা। দেশের নিরাপত্তার জন্য কর্তব্যে অটল থাকাই তাদের নারীদিবসের অঙ্গীকার থাকল। বিধায়ক শ্রীরুপা মিত্রের কথায়, "বিএসএফের আমন্ত্রণে আজকে উপস্থিত ছিলাম। মহিলাদের সুরক্ষা সহ ছোট ছোট শিশুদের সুরক্ষার কথা মাথায় রেখে আজকে উপস্থিত হতে পেরে বেশ ভালই লাগছে।" পাশাপাশি এদিন বিধায়কের উপস্থিতিতে ব্যারাকে হোলি উৎসবও পালন করা হয় মহা সমারোহে।
কৌশিক অধিকারী