বাড়ি প্রত্যন্ত গ্রামীণ এলাকায়। ছোটবেলা থেকেই পশুদের প্রতি অগাধ ভালবাসা তার। ছোট থেকেই তাদের খাওয়ানো, দেখাশোনা করা এভাবেই চলত। তবে গত বেশ কয়েক বছর সম্পূর্ণভাবে নিজেকে নিয়োজিত করেছে রাস্তার পশুদের সেবায়। নিজের জমানো অর্থে, টিফিনের খরচ বাঁচিয়ে দ্বাদশ শ্রেণীর এই পড়ুয়া করে চলে পশুদের চিকিৎসা। দিনে দুবার পথে-কুকুরদের খাওয়ানো তার রুটিন। বিভিন্ন নাম ধরে ডাকলে তার কাছে ছুটে আসে রাস্তার কুকুররা। কখনোও বিস্কুট আবার কখনও ভাত খাওয়ায় সে। শুধুই যে খাইয়েছে তা নয়, তাদের রোগ অসুখ হলে চিকিৎসা, সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তোলা-এটাই রুটিন।
advertisement
পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২ ব্লকের সাউরি এলাকার বাসিন্দা সোহম ভট্ট। সোহম বর্তমানে দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। তবে এই বিদ্যালয় জীবন থেকে নিজের জমানো অর্থ, বাড়িতে দেওয়া টিফিনের খরচ বাঁচিয়ে রাস্তার কুকুরদের খাওয়ানো তার প্রতিদিনের রুটিন। যদিও পরিবার ও গ্রামের লোক বেশ সহযোগিতা করে তাকে। আগামীতে পশু চিকিৎসক হওয়ার ইচ্ছে তার। সেভাবেই পড়াশোনা করছে সে।
তবে তার অনুরোধ, পথের পশুদের সেবা না করতে পারলেও তাকে কোনও ভাবে আঘাত করা উচিত নয়। তাদের লক্ষ্য নজর দিয়ে দেখার অনুরোধ জানিয়েছে সে। তবে মাত্র সামান্য বয়সে তার এই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সাধুবাদ জানিয়েছেন সকলে।