দীপাবলি মানেই শব্দবাজির বিরুদ্ধে প্রচার। পরিবেশ দূষণের বিরুদ্ধে প্রচার। কিন্তু তবুও দীপাবলির রাতে সব প্রচারই যেন বিফলে যায়। এবার এই শব্দ বাজির বিরুদ্ধেই রুখে দাঁড়াল আসানসোলের একটি স্কুলের ছাত্রছাত্রীরা। এবছর তাদের শপথ শব্দবাজি ফাটাবে না। বদলে সেই পয়সায় মোমবাতি কিনে তুলে দিয়েছে বস্তির কিছু ছোটছোট ছেলে মেয়েদের হাতে।
শুধু নিজেরাই নয়। অন্যান্য ছাত্রছাত্রীদেরও শব্দবাজির বিরুদ্ধে প্রচারে সামিল করা হয়েছে। ক্লাসে ক্লাসে ঘুরে চলেছে প্রচার। অভাবী ছাত্রছাত্রীদের হাতে উপহার তুলে দেওয়ার এই উদ্যোগে এগিয়ে এসেছে সকলেই।
advertisement
ছাত্রছাত্রীদের এই উদ্যোগ দেখে এগিয়ে এসেছেন শিক্ষক শিক্ষিকারা।
আলোর উৎসবে মোমবাতি, মিষ্টির প্যাকেট, ও উপহার পেয়ে খুশি বস্তির ছোট ছোট ছেলেমেয়েরা। প্রতিবছরই যেন এভাবেই দীপাবলি আসে আবদার এই সব শিশুদের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 18, 2017 10:37 AM IST