TRENDING:

Birbhum Tourism: ময়ূরাক্ষীর পাশে ২৫০ বছরের নীলকুঠি ঘিরে জাল বোনে রহস্যমাখা ইতিহাস, দেখে আসুন ছোট্ট ছুটিতে

Last Updated:

Birbhum Tourism: কয়েকশো বছর পুরানো বীরভূমের ঐতিহ্যবাহী নীলকুঠি বা রেশম কুঠি! লুকিয়ে রয়েছে ব্রিটিশ আমলের ইতিহাস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সৌভিক রায়, বীরভূম: ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্বে বহু ঘটনার সাক্ষী থেকেছে বাংলা তথা আমাদের ভারতবর্ষ।দেশ এবং রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি বিভিন্ন ঘটনার সাক্ষী বীরভূমের বিভিন্ন জায়গা।ঠিক সেই রকম বীরভূমের একটি জায়গা হল বীরভূমের নীলকুঠি। দাদন দিয়ে নীল চাষ এবং কৃষকদের উপর অত্যাচারের সাক্ষী থেকেছে বীরভূমের এই নীলকুঠি। ইতিহাসকে জীবিত করে রাখা জঙ্গলে ঘেরা ওই নীলকুঠিটি হল বীরভূমের লাভপুরের গুনুটিয়ার বোলপুর ও লাভপুরের রাস্তায় কুয়ে নদী পার হওয়ার পর লাভপুর থেকে লাঘাট যাওয়ার পথে সেতু পার হয়ে ময়ূরাক্ষী নদীর পাশে জঙ্গলে ঘেরা এই জায়গা।
advertisement

বীরভূমের প্রায় ২৫০ বছর পুরনো নীলকুঠিতে পর্যটন কেন্দ্র করে তোলার দাবি জানাচ্ছেন এলাকাবাসী। দাদন দিয়ে নীলচাষ এবং কৃষকদের অত্যাচারের ইতিহাস রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব জুড়ে। বীরভূমে জঙ্গলে ঘেরা গুনুটিয়ায় চাপা পড়ে রয়েছে এমনই এক অজানা ইতিহাস।

বোলপুর-লাভপুর সড়ক বরাবর কুয়ে নদী পার হয়ে লাভপুর থেকে লাঘাটা দিকে রওনা দিয়ে পৌঁছে যাওয়া যায় ময়ূরাক্ষী নদীর কাছে।সেতু পার হলেই সামনে বিস্তীর্ণ জঙ্গল। আর তারই মাঝে জরাজীর্ণ একটি মিনার। জঙ্গলে আর একটু ঢুকলে রয়েছে নির্মাণ কাজের ইটের টুকরো। সেই ইট প্রায় আড়াইশো বছরের পুরানো গুনুটিয়ার নীলকুঠি মহলের নানা ইতিহাসের সাক্ষী। সেই হারিয়ে যাওয়া ইতিহাসকে ঘিরে এ বার পর্যটনকেন্দ্র গড়ার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

advertisement

আরও পড়ুন : রাত ৩টে পর্যন্ত খোলা রইল বারাসত কোর্ট, বিচারকের উপস্থিতিতে হল বিচার! কারণ জানলে চমকে যাবেন

সেরা ভিডিও

আরও দেখুন
কলা গাছের থেকেও বড় কলার কাঁদি! ৭ ফুটের কলার কাঁদিতে ১০০০ কলা, রইল ফটো
আরও দেখুন

বীরভূমের গুনুটিয়ার নীলকুঠির পরতে পরতে রয়েছে আরও নানা ধরনের ইতিহাস।একদা বাংলার জলপথ বাণিজ্যের অন্যতম যোগসূত্র ছিল এই নীলকুটি। ময়ূরাক্ষী এবং অজয় নদের জলপথ যোগাযোগের অন্যতম পথ হিসেবে ব্যবহার জন্য ১৭৭৫ সালে ব্রিটিশ বণিক এডওয়ার্ড হে গুনুটিয়ার নীলকুঠি নির্মাণ করেছিলেন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum Tourism: ময়ূরাক্ষীর পাশে ২৫০ বছরের নীলকুঠি ঘিরে জাল বোনে রহস্যমাখা ইতিহাস, দেখে আসুন ছোট্ট ছুটিতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল