বন জফতর সূত্রে জানা গিয়েছে, প্রথমে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে অজগর সাপটি। পরে খবর পেয়ে সোনামুখী বন দফতরের আধিকারিকরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন। তারপর অজগর সাপটি উদ্ধার করে সোনামুখী বন দফতরে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক পর্যবেক্ষণের পর একেবারে সুস্থ অবস্থায় সোনামুখীর গভীর জঙ্গলে অজগর সাপটিকে ছেড়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন : বাড়ি ফেরার পথে একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের! নারকেল বিক্রি শেষে আর ফেরা হল না বাড়ি
advertisement
মূলত এই ধরনের সাপ গভীর জঙ্গলে বসবাস করে থাকে। তবে সম্প্রতি সোনামুখীর বিভিন্ন প্রান্তে এই সাপ উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। যদিও এই বিশাল আকারের সাপ সহজে সাধারণ মানুষের কোনও ক্ষতি করে না। তবে খাবারের সন্ধানে অজগর সাপ গভীর জঙ্গল থেকে লোকালয়ে চলে আসে। এক্ষেত্রেও তেমনটা হয়েছে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
আরও পড়ুন : মহালয়ার দিনেই ট্রেন বাতিলের ধাক্কা! ঘুরপথে বন্দেভারত, যাত্রীদের দুর্ভোগ! লিস্ট দেখে নিন
সোনামুখী রেঞ্জের বিট অফিসার ইদ্রিস সরকার বলেন, ইন্ডিয়ান রক পাইথনটি ছয় ফুট লম্বা এবং ৯ কেজি ওজনের। এছাড়াও তিনি বলেন, শুধুমাত্র সাপ নয় যেকোনও ধরনের বন্যপ্রাণ দেখতে পেলে বন দফতরকে খবর দিন। বন দফতর সর্বদা সাধারণ মানুষের পাশে রয়েছে। পাশাপাশি বন দফতর সর্বদা বন্যপ্রাণ রক্ষা করতে সচেষ্ট।
