আরও পড়ুন: দুর্গাপুরে ছাত্রীকে গণ নির্যাতনের ঘটনায় বিরাট মোড়! গ্রেফতার পড়ুয়ার বন্ধু, ঘটনায় কী ভূমিকা ছিল?
আসলে বর্ধমান রেল স্টেশনে দুর্ঘটনা এই প্রথম নয়। দক্ষিণবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ এই জংশন স্টেশনে বারে বারেই ঘটছে দুর্ঘটনা। প্রতিবারই যাত্রী নিরাপত্তায় প্রশ্নের মুখে পড়েছে রেল। বার বার রেলের গাফিলতি ও উদাসীনতাকেই দুর্ঘটনার জন্য দায়ি করা হয়েছে।
advertisement
২০১৯ সালের ৮ নভেম্বর চার এবং পাঁচ নম্বর প্ল্যাটফর্মের সিঁড়িতেই পদপিষ্টের ঘটনা ঘটেছিল। রবিবার সেই সিঁড়িতেই ফের একই ঘটনা ঘটলো। ছ’বছর আগের সেই ঘটনায় আহত হন ১১ জন। অনেককেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনার কবলে তিনটি গাড়ি! দুই ট্রাকের ধাক্কায় দু’দিক থেকে পিষে গেল বাস, আহত অনেকে
২০২০ সালের ৪ জানুয়ারি সন্ধ্যায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে স্টেশনের একাংশ, মৃত্যু হয় একজনের। স্টেশনে ঢোকার মুখে যে গাড়ি বারান্দা তার একাংশ ভেঙে পড়েছিল সেদিন। বহু প্রাচীন বর্ধমান স্টেশন বিল্ডিং রেলের উদাসীনতার কারণে সংস্কার না করার জন্যই এই ঘটনা ঘটে বলে অভিযোগ তুলে সে সময় সরব হয়েছিলেন নিত্যযাত্রীরা।
২০২৩ সালের ১৩ ডিসেম্বর। সেদিন দুপুরে জল ট্যাঙ্ক ভেঙে পড়ে প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীদের উপর। সেই ঘটনায় যাত্রীদের কেউ কেউ প্ল্যাটফর্ম থেকে রেল লাইনে ছিটকে পড়ে। সেই ঘটনায় মৃত্যু হয় তিন জনের। আহত হন তিরিশ জনেরও বেশি পুরুষ মহিলা। দীর্ঘদিনের ট্যাঙ্ক জলের ভার সহ্য করতে না পেরে ভেঙে পড়েছিল ষেদিন। ওই ঘটনাতেও রেলের গাফিলতি ও উদাসীনতাকেই দায়ী করেছিলেন যাত্রীরা।