বর্ধমান: ট্রেনের ইঞ্জিনের ভিতরে ঢুকে গেল রেলকর্মীর হাত। দীর্ঘক্ষণ স্টেশনে দাঁড়িয়ে রইল ট্রেন। ট্রেনের ইঞ্জিনের ভিতরে ঢুকে আটকে গেল এক জন রেল কর্মীর হাত তার জেরেই বিপত্তি দীর্ঘক্ষণ স্টেশনে দাঁড়িয়ে রইল ট্রেন। ঘটনাটি ঘটেছে বর্ধমান হাওড়া মেন লাইন শাখার, পূর্ব বর্ধমান জেলার মেমারি স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে।
advertisement
জানা গিয়েছে, এই ঘটনাটি ঘটেছে সকাল ৭:২৬ মিনিটে বর্ধমান হাওড়া ডাউন ৩৭৮২৪ নং লোকালে। রেল সূত্রে খবর, সেখানে ট্রেনের একজন মেকানিকাল কর্মী ছিলেন ট্রেনের ইঞ্জিনে রুমে। সেখানে ইঞ্জিনের ভিতরে কোনও কিছু একটা পড়ে থাকতে দেখে তা তুলতে গিয়েই বিপত্তি। আটকে যায় ওই রেল কর্মীর হাত।
আরও পড়ুন: এসএসসি মামলায় বিরাট মোড় সুপ্রিম কোর্টে! ছাড় নয় কোনও, আবেদন খারিজ করল আদালত! এবার কী হবে?
প্রায় এক ঘণ্টা আটকে থাকে তাঁর হাত। ঘটনার জেরে প্রায় দু’ঘণ্টা দাঁড়িয়ে থাকে ট্রেনটি। ট্রেনের যাত্রীদের অন্য ট্রেনে পাঠানোর ব্যবস্থা করা হয়।
ঘটনাস্থলে ছুটে আসে ট্রেনের অন্যান্য কর্মীরা। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টার পর ওই রেলকর্মীকে উদ্ধার করা সম্ভব হয়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয় মেমারি স্টেশন চত্বরে। প্রায় দু‘ঘন্টা পরে ট্রেনটি পুনরায় হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয়।