প্রায় দু’দশক হতে চলল আজিমগঞ্জের নসিপুর রেল ব্রিজে রেলের চাকা গড়ানোর অপেক্ষায় মুর্শিদাবাদবাসী। এই রেল ব্রিজ হয়ে গেলে উত্তর ভারতের সঙ্গে যোগাযোগ। করা খুব সহজেই হবে। কারন মুর্শিদাবাদ ও নদীয়ার জেলার মানুষকে উত্তর ভারত যেতে গেলে হাওড়া হয়ে যেতে হয়। কিন্তু লালবাগের সঙ্গে আজিমগঞ্জের নসিপুরের এই রেল ব্রিজ সংযোগ স্থাপন হলে খুব সহজেই ফরাক্কা হয়ে পটনা দিয়ে উত্তর ভারতের সঙ্গে রেলপথের যোগাযোগ হবে। শুধু তাই নয় বর্তমানে উত্তর ভারতের সঙ্গে কলকাতার যে যোগাযোগ ব্যবস্থা তা দুর্গাপুরের ওপর দিয়ে হওয়ায় ওই এলাকা মাইনিং এলাকার মধ্যে পড়ছে। তাই যে কোন সময় ধস নামার সম্ভাবনা থাকে। এবং পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।
advertisement
আরও পড়ুন: রাতভর নজরে, বুদ্ধদেব ভট্টাচার্যের মূল সমস্যা কী? এতটা চিন্তারই বা বিষয় কেন?
তাই এই রেলব্রিজ চালু হলে সেক্ষেত্রেও অনেকটা সুবিধা হবে। নানান জটিলতা জমিদাতাদের জমি জট কাটিয়ে জোর কদমে চলছে এই রেলব্রিজের কাজ। কাজও প্রায় শেষের দিকে। শনিবার নশিপুর রেলব্রিজের কাজ পরিদর্শনে করলেন শিয়ালদহ পূর্ব রেলের জি এম অমর প্রকাশ দ্বিবেদী। এদিন মুর্শিদাবাদ স্টেশনে নেমে স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলেন তিনি। এরপর রেলের অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে নশিপুর রেলরিজের কাজ খতিয়ে দেখেন। সঙ্গে ছিলেন মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। সেইসঙ্গে লালগোলা পীরতলা হল্ট স্টেশন পরিদর্শনে গেলে ভগবানগোলা রানিতলা নাগরিক মঞ্চের পক্ষ থেকে একাধিক দাবি দাওয়া নিয়ে তাকে ডেপুটেশন জমা দেওয়া হয়। ভগবানগোলা রানিতলা নাগরিক মঞ্চের সম্পাদক আজমল হক বলেন, এই লালগোলা পীরতলা হল্ট স্টেশনে একাধিক পরিকাঠামোগত উন্নয়নের প্রয়োজন রয়েছে। যেমন দুটি টিকিট কাউন্টার, ওভারব্রিজের শেড, প্লাটফর্মে শেড, স্টেশনে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা ইত্যাদি। আমরা জি এমকে সমস্ত দাবি জানিয়েছি। উনি সেগুলি পূরনের আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুন: পদ হারালেন দিলীপ! ‘দুঃখ’ ভুলতে দিলীপকে দুয়ারে সরকারে যাওয়ার পরামর্শ কুণালের
বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ বলেন, পূর্ব রেলের জি এম গোটা নশিপুর রেলব্রিজ পরিদর্শন করেছেন। দ্রুত বাকি কাজ শেষ করে চলতি বছরের শেষের দিকেই এই রেলব্রিজ চালু করার তিনি আশ্বাস দিয়েছেন। শিয়ালদহ পূর্ব রেলের জি এম অমর প্রকাশ দ্বিবেদী বলেন, আগামী ফেব্রুয়ারী মাসের মধ্যেই নশিপুর রেলব্রিজ চালু করার পরিকল্পনা নিয়েই কাজ এগোচ্ছে। তবে দ্রুত কাজ শেষ হয়ে গেলে ডিসেম্বর মাসেও। এই রেলব্রিজ চালু হয়ে যেতে পারে।