TRENDING:

Shrabani Mela: আজ থেকে শুরু শ্রাবণী মেলা, বিশেষ ব্যবস্থার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Last Updated:

হাওড়া – তারকেশ্বর রুটে চলবে চার জোড়া ইএমইউ স্পেশাল ট্রেন। হাওড়া থেকে এই ট্রেনগুলি ছাড়বে রাত ১২:৩০, ০২:৪০, ০৩:২০ ও ০৪:১৫ মিনিটে এবং তারকেশ্বরে পৌঁছাবে যথাক্রমে ০২:০০, ০৪:১০, ০৪:৫০ ও ০৫:৪৫ মিনিটে। শিব দর্শন শেষে ভক্তদের ফেরাতে তারকেশ্বর থেকে হাওড়াগামী ট্রেনগুলি ছাড়বে ভোর ০১:৩৫, ০২:১৭, ০২:৩০ ও সকাল ০৫:৫৫ মিনিটে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণবঙ্গ: আজ থেকে শুরু তারকেশ্বরে শ্রাবণী মেলা। আগামী এক মাস লাখো লাখো পুণ্যার্থী এই মেলায় আসেন। এই মেলার জন্য এবার বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। মন্ত্রীদের বিশেষ দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাংলার হুগলি জেলার ঐতিহ্যবাহী তারকেশ্বর শ্রাবণী মেলা আজ থেকে শুরু হচ্ছে। বাবা তারকনাথের মাহাত্ম্যধন্য এই পবিত্র তীর্থক্ষেত্রে প্রতিবছরই গোটা শ্রাবণ মাস জুড়ে ভগবান শিবের আশীর্বাদ কামনায় সমাগম ঘটে লক্ষ-লক্ষ ভক্তবৃন্দের। আমি এই মেলায় আগত সেই সকল ভক্তবৃন্দকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।’’
* আজ থেকে শুরু শ্রাবণী মেলা, বিশেষ ব্যবস্থার কথা জানালেন মুখ্যমন্ত্রী 
* আজ থেকে শুরু শ্রাবণী মেলা, বিশেষ ব্যবস্থার কথা জানালেন মুখ্যমন্ত্রী 
advertisement

এ প্রসঙ্গে বলেন, তারকেশ্বর ও তার পার্শ্ববর্তী অঞ্চলের সামগ্রিক উন্নয়নকল্পে এবং পুণ্যার্থীদের সুবিধার্থে আমাদের সরকার নানান পদক্ষেপ করেছে যার মধ্যে আছে এলাকাজুড়ে রাস্তাঘাটের সংস্কার,পানীয় জলের ব্যবস্থা, দুধপুকুরের সংস্কার, স্নানঘাট নির্মাণ, তীর্থযাত্রীদের জন্য বিশ্রামাগার, স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন, অগ্নি নির্বাপণ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, তীর্থযাত্রীদের নিরাপত্তা আরো সুনিশ্চিত করার জন্য অতিরিক্ত পুলিশি ব্যবস্থা, সিসিটিভি, ইত্যাদি। আমাদের গড়ে দেওয়া তারকেশ্বর উন্নয়ন কর্তৃপক্ষ এলাকার উন্নয়নে সদা সক্রিয়। সকল ভক্তবৃন্দকে বলব – সাবধানে, আস্তে আস্তে যান। ভাল করে জল ঢেলে নিরাপদে ফিরে আসুন।

advertisement

আরও পড়ুন: ফোনে উত্তেজক কথা…হোয়াটস অ্যাপে রসাল চ্যাট! লাস্যময়ীদের দিয়েই হানি ট্র্যাপ ISI-এর! বর্ধমান পাক গুপ্তচর কাণ্ডে বিস্ফোরক তথ্য

শ্রাবণী মেলায় তারকেশ্বরে ভক্তদের বাড়তি ভিড় সামলাতে পূর্ব রেলওয়ের হাওড়া ডিভিশন একাধিক ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ১০ জুলাই থেকে শুরু হয়ে ১৮ অগাস্ট পর্যন্ত বিভিন্ন রবিবার, সোমবার ও উৎসবের নির্দিষ্ট দিনগুলিতে এই বিশেষ ট্রেন পরিষেবা চলবে।

advertisement

হাওড়া – তারকেশ্বর রুটে চলবে চার জোড়া ইএমইউ স্পেশাল ট্রেন। হাওড়া থেকে এই ট্রেনগুলি ছাড়বে রাত ১২:৩০, ০২:৪০, ০৩:২০ ও ০৪:১৫ মিনিটে এবং তারকেশ্বরে পৌঁছাবে যথাক্রমে ০২:০০, ০৪:১০, ০৪:৫০ ও ০৫:৪৫ মিনিটে। শিব দর্শন শেষে ভক্তদের ফেরাতে তারকেশ্বর থেকে হাওড়াগামী ট্রেনগুলি ছাড়বে ভোর ০১:৩৫, ০২:১৭, ০২:৩০ ও সকাল ০৫:৫৫ মিনিটে।

advertisement

আরও পড়ুন:ফের মমতাকে নিয়ে ‘ভাল-ভাল’ কথা দিলীপের! দিল্লিতে দাঁড়িয়েই স্পষ্ট কথা…মুখ ‘বন্ধ’ বঙ্গ বিজেপির

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

এছাড়া, গঙ্গাজল সংগ্রহের কেন্দ্র শেওড়াফুলি থেকেও থাকবে বিশেষ ট্রেন পরিষেবা। শেওড়াফুলি – তারকেশ্বর রুটে চলবে পাঁচ জোড়া ইএমইউ স্পেশাল ট্রেন, যা সকাল ০৬:৫৫ থেকে সন্ধ্যা ১৯:৩৫ পর্যন্ত বিভিন্ন সময়ে ছাড়বে এবং প্রতিটি স্টেশনে থামবে। ফিরতি ট্রেনগুলি তারকেশ্বর থেকে ছাড়বে সকাল ০৫:৫৫ থেকে সন্ধ্যা ১৮:৩৫ পর্যন্ত।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Shrabani Mela: আজ থেকে শুরু শ্রাবণী মেলা, বিশেষ ব্যবস্থার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল