TRENDING:

Indian Railway: শেওড়াফুলি ও তারকেশ্বরের মধ্যে ইএমইউ স্পেশাল ট্রেন! শ্রাবণী মেলা উপলক্ষে বিশেষ উদ‍্যোগ পূর্ব রেলের

Last Updated:

Indian Railway: ভক্তদের যাতায়াতে কোনও অসুবিধা না হয় সেই কথা বিবেচনা করে, পূর্ব রেলের হাওড়া ডিভিশন শ্রাবণী মেলার সময় তারকেশ্বর ও শেওড়াফুলির মধ্যে পরপর তিনটি সোমবার অর্থাৎ ০৫.০৮.২০২৪, ১২.০৮.২০২৪ ও ১৯.০৮.২০২৪ তারিখে আরও একটি ইএমইউ স্পেশাল ট্রেন চালাবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তারকেশ্বর: তারকেশ্বরের শ্রাবণী মেলা বাংলার সংস্কৃতি ও ধর্মীয় অনুষ্ঠানের একটি অবিচ্ছেদ্য অংশ। যেখানে অসংখ্য ভক্তরা ভগবান শিবের আশীর্বাদ প্রাপ্তির জন্য আসেন।
advertisement

এই মেলা তারকেশ্বরে শ্রাবণ (জুলাই-আগস্ট) মাসে ভগবান শিবের ‘জলাভিষেক’ এর জন্য অনুষ্ঠিত হয়। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ভগবান শিবের ‘জলাভিষেক’ এর জন্য তারকেশ্বরে ছুটে আসেন।

শ্রাবণী মেলার সময়, তারকেশ্বর ও শেওড়াফুলি স্টেশনগুলিতে আগত ভক্তদের একটি বড় সংখ্যা দেখা যায় যারা উৎসব ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আসেন। শ্রাবণ মাসের সোমবারগুলি ভগবান শিবের ‘জলাভিষেক’ এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

advertisement

আরও পড়ুন:শুক্রের গোচরে ধন সম্পদে ভরবে ঘর! ৪ রাশির কপাল খুলবে, বিয়ের প্রস্তাব থেকে পদোন্নতি, ভাল খবরের বন‍্যা

ভক্তদের যাতায়াতে কোনও অসুবিধা না হয় সেই কথা বিবেচনা করে, পূর্ব রেলের হাওড়া ডিভিশন শ্রাবণী মেলার সময় তারকেশ্বর ও শেওড়াফুলির মধ্যে পরপর তিনটি সোমবার অর্থাৎ ০৫.০৮.২০২৪, ১২.০৮.২০২৪ ও ১৯.০৮.২০২৪ তারিখে আরও একটি ইএমইউ স্পেশাল ট্রেন চালাবে।

advertisement

আরও পড়ুন: মিইয়ে যাচ্ছে মুড়ি? ২ মিনিটেই হবে কুড়কুড়ে, এই টিপস মনে রাখলে মাসের পর মাস থাকবে মুচমুচে

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

এই পরিষেবাটি নিম্নলিখিত সময়সূচী অনুযায়ী চলবে এবং রুটের সমস্ত স্টেশনে থামবে। ভক্তদের জলাভিষেকের সুবিধার্থে, তারকেশ্বর-শেওড়াফুলি ইএমইউ স্পেশাল ট্রেনগুলি তারকেশ্বর থেকে সকাল ১০:০৩ টায় ছেড়ে শেওড়াফুলি পৌঁছাবে সকাল ১০:৫০ টায় এবং শেওড়াফুলি-তারকেশ্বর ইএমইউ স্পেশাল ট্রেনগুলি শেওড়াফুলি থেকে সকাল ১০:৫৮ টায় ছেড়ে তারকেশ্বর পৌঁছাবে সকাল ১১:৪৮ টায়।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railway: শেওড়াফুলি ও তারকেশ্বরের মধ্যে ইএমইউ স্পেশাল ট্রেন! শ্রাবণী মেলা উপলক্ষে বিশেষ উদ‍্যোগ পূর্ব রেলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল