পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে অনন্তনাগের দুর্গম এলাকায় দায়িত্বে থাকাকালীন আচমকাই তুষারধস নামে, বরফে চাপা পড়েন পলাশ। তিন দিন পর, শুক্রবার সহকর্মীরা উদ্ধার করেন পলাশের দেহ। শনিবার তাঁর মরদেহ মুর্শিদাবাদের বাড়িতে পৌঁছাবে বলে জানা গিয়েছে। পলাশের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কান্নায় ভেঙে পড়েন পরিবার ও স্থানীয় মানুষজন। বাড়িতে রয়েছেন স্ত্রী বুলটি ঘোষ। শোকের ছায়া নেমে এসেছে গোটা রুকুনপুর, বলরামপাড়া গ্রামে।
advertisement
কাশ্মীরে প্রাণ হারান বাংলার আর এক বীর সন্তান! জম্মু-কাশ্মীরের কিশ্তওয়ার পর্বতাঞ্চলে অ্যান্টি- টেরর অপারেশন চলাকালীন পাহাড় থেকে পড়ে আঘাত পান বীরভূমের বাসিন্দা সুজয় ঘোষ। সুজয়কে হাসপাতালের আইসিসিইউ-তে ভর্তি করা হয়! প্রাণ দিয়ে লড়ছিলেন বীর জওয়ান সুজয়! কিন্তু আচমকাই ছন্দপতন! শুক্রবার শেষ নিশ্বাস ত্যাগ করেন বাংলার আর এক গর্ব সুজয় ঘোষ। বীরভূমের রাজনগরের কুন্ডিরা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
জানা যায়, সোমবার থেকে নিখোঁজ ছিলেন বীরভূমের রাজনগরের কুন্ডিরা গ্রামের বাসিন্দা সেনা জওয়ান সুজয় ঘোষ। শুক্রবার সেনা বাহিনীর তরফে সুজয়ের পরিবারকে ফোন করে জানানো হয় সুজয় ঘোষের মৃত্যুর খবর।
PRANAB BANERJEE, SUPRATIM DAS