এমনকী বর্ধমানে ডাকাতির সময় একটি পেট্রল পাম্পের এক কর্মচারীকে গাড়ি চাপা দিয়ে মেরে দেওয়ার অভিযোগও আছে এই সেলিমের বিরুদ্ধে। আগে একাধিক বার জেল খেটেছে বিভিন্ন থানায়। সেলিম ওস্তাগার ও তার সঙ্গীদের বহুদিন ধরেই বিভিন্ন থানার পুলিশ খুঁজছিল।
আরও পড়ুন: ৪৮ ঘণ্টা সময়, তারপর ফের অচল হবে বাংলাদেশ? পালানোর পথ পাবেন না ইউনূস! কী ঘটতে চলেছে বাংলাদেশে?
advertisement
বুধবার রাতে বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে মাদক পাচারের আগে ঘোজাডাঙ্গা রোডে তাকে গ্রেফতার করে বসিরহাট থানার পুলিশ। তার কাছ থেকে পুলিশ উদ্ধার করে পাঁচ লিটার কোডাইন মিকচার ও ৫০ বোতল নিষিদ্ধ কাপ সিরাপ। হাসনাবাদের তালপুকুরে বাড়ি সেলিম ওস্তাগারের। সেলিম ওস্তাগারের এই গ্রেফতার পুলিশের বড়সড় সাফল্য বলেই মনে করা হচ্ছে। ৮ দিনের পুলিশি হেফাজত চেয়ে বৃহস্পতিবার তাকে বারাসাত আদালতে পাঠায় বসিরহাট থানার পুলিশ।