হাঁসখালি থানায় বৃহস্পতিবার রাতে অভিযোগ দায়ের করে এক নাবালিকা। তার দাবি, বুধবার রাতে বগুলা এলাকার একটি বাড়িতে ‘পার্টি’-র নাম করে ডেকে নিয়ে গিয়ে পাঁচজন যুবক মিলে তাকে ধর্ষণ করে। অভিযোগের ভিত্তিতে তড়িঘড়ি তদন্তে নামে পুলিশ এবং শুক্রবারের মধ্যেই গ্রেফতার করা হয় পাঁচ অভিযুক্তকে। ধৃতদের মধ্যে কয়েকজন স্থানীয় বেকার যুবক, কেউ কলেজ পড়ুয়া, আবার কেউ পেশায় ছোটখাটো ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।
advertisement
বৃষ্টিতে মশার ‘পিন পিন’-এ অতিষ্ঠ? এই ৫ গাছ বাড়িতে রাখুন, সব মশা পালাবে!
ঘটনার সময় ওই বাড়িতে আর কেউ উপস্থিত ছিল কি না, তা নিয়েও খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার ধৃতদের রানাঘাট মহকুমা আদালতে পেশ করা হলে, তদন্তের স্বার্থে হাঁসখালি থানার পুলিশ দুই অভিযুক্তের জন্য ১১ দিনের পুলিশ হেফাজত চায়। বাকি তিনজনের জন্য চাওয়া হয় জেল হেফাজত। বিচারক দুই যুবককে পুলিশ হেফাজতে ও অন্য তিনজনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার রাতে যে বাড়িতে ‘পার্টি’ চলছিল, সেই বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযুক্তদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। ভিডিও, অডিও ক্লিপিংস বা মেসেজে কোনও প্রমাণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ওই বাড়ির সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছে পুলিশ। নাবালিকার মেডিকেল পরীক্ষা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, রিপোর্ট হাতে পেলেই মামলা আরও দৃঢ় হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।