TRENDING:

বিরোধীরা টক্কর দিলেও হল না শেষ রক্ষা, পুরুলিয়া জেলা পরিষদেও বাজিমাৎ তৃণমূলের

Last Updated:

পুরুলিয়াতেও উঠেছে সবুজ ঝড়ে কুপোকাত বিরোধীরা ৷ ভোট গণনার দিন সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর তৃণমূল কংগ্রেস সুনামি আছড়ে পড়েছে ৷ পুরুলিয়া জেলা পরিষদও তার বাইরে গেলনা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পুরুলিয়া: পুরুলিয়াতেও উঠেছে সবুজ ঝড়ে কুপোকাত বিরোধীরা ৷ ভোট গণনার দিন সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর তৃণমূল কংগ্রেস সুনামি আছড়ে পড়েছে ৷ পুরুলিয়া জেলা পরিষদও তার বাইরে গেলনা ৷ দক্ষিণের জেলা গুলির মত উত্তরের জেলা গুলোতেও উঠেছে তৃণমূল ঝড় ৷
advertisement

আরও পড়ুন : মুর্শিদাবাদেও তৃণমূলের জয়জয়কার, জেলা পরিষদ তৃণমূলের

পুরুলিয়ার মোট ৩৮টি জেলা পরিষদের আসনের মধ্যে তৃণমূলের ঝুলিতে ২৫টি আসন, বিজেপি পেয়েছে ১০টি, কংগ্রেস পেয়েছে ৩টি আসন ৷ প্রতিযোগিতার আসরে ছিল বামফ্রন্টও ৷ তবে এবার জেলা পরিষদে বামফ্রন্টকে শূণ্য হাতেই ফিরতে হল ৷

advertisement

আরও পড়ুন : গনিমিথ চুরমার করে মালদহ জেলা পরিষদও তৃণমূলের

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের আসনে ধারাবাহিকতা দেখিয়েছে রাজ্যের শাসকদল ৷ এই ক্ষেত্রেও আমাদের সমীক্ষা মিলে গিয়েছে ৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিরোধীরা টক্কর দিলেও হল না শেষ রক্ষা, পুরুলিয়া জেলা পরিষদেও বাজিমাৎ তৃণমূলের