নাম দেখে ভোট হয় না এরাজ্যে। জাত দেখেও নয়। রাজ্যের প্রাক্তন এক মুখ্যমন্ত্রীর এই দাবি বোধহয় অস্বীকার করবেন না রাজনীতিকরা। কিন্তু সেটা দাবি করার সময় পুরুলিয়া লোকসভা কেন্দ্রকে বাদ রাখাই ভালো। কারণ মাহাত ফ্যাক্টর ছাড়া ভোট এই কেন্দ্রে অন্তত অসম্ভব বলেই মনে হতে পারে।
সেই ১৯৫২ সাল থেকেই পুরুলিয়ায় যাঁরা জিতছেন, তাদের নামের পাশে মাহাত। দীর্ঘ ৬৮ বছরে ব্যতিক্রম মাত্র একবারই। এই সমীকরণ থেকেই ভোটে মাহাত প্রার্থী দিতে কার্যত বাধ্য হয় রাজনৈতিক দলগুলো। এবার পুরুলিয়া লোকসভায় চর্তুমুখী লড়াই। তাৎপর্যপূর্ণভাবে প্রধান চারদলেরই ভরসা মাহাত প্রার্থী।চারদলই যেখানে মাহাত প্রার্থী দিয়েছে, সেখানে এই ৩৩ শতাংশ ভোটার কোনপথে হাঁটবেন? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মাহাত ফ্যাক্টর ছাড়াও নিঃসন্দেহে কাজ করবে অন্য সমীকরণ।
advertisement
পঞ্চায়েত ভোটেই পুরুলিয়ার ফলাফলে বড় চমক ছিল। শাসকদলকে চ্যালেঞ্জ করে উত্থান হয় গেরুয়া শিবিরের। বেশ কয়েকজন বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজনৈতিক পারদ চড়ে। এবার তাই মাহাত ফ্যাক্টরের পাশাপাশি ইস্যুভিত্তিক লড়াইয়ের সম্ভাবনা।
পুরুলিয়ায় ভোট আর মাহাত ভোট। এবারও হয়তো অটুট থেকে যাবে এই মিথ। তবে আম জনতার চাওয়া-পাওয়াকে বোধহয় অস্বীকার করা যাবে না।
আরও দেখুন